আজকাল ওয়েবডেস্ক: তাঁর নাম প্রকাশ সিং। কিন্তু সোনু নামেই সবাই তাঁকে চেনেন। তিনি আর কেউ নন। তিনি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার দেহরক্ষী। 

বিরাট ও অনুষ্কা সবসময়েই খবরে থাকেন। সম্প্রতি খবরে এসেছেন তাঁদের দেহরক্ষী সোনু। সোনুর বেতন মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। সম্প্রতি তারকা দম্পতির দেহরক্ষীর বেতন প্রকাশ্যে এসেছে। এই পরিমাণ অর্থ পান না অনেক কোম্পানির সিইও-রাও। 

কোহলি ও অনুষ্কা সবসময়ে প্রচারে থাকেন। তাঁদের নিয়ে সাধারণ মানুষের আগ্রহের অন্ত নেই। রাস্তায় বেরোলে তাঁরা মবড হয়ে যান। নিরাপত্তার জন্যই কোহলি-অনুষ্কাদের বডিগার্ডের প্রয়োজন। 

বিয়ের আগে থেকেই অনুষ্কার সঙ্গে রয়েছেন সোনু। তাঁকে নিজের পরিবারের অংশ বলেই মনে করেন তারকা দম্পতি। 

সম্প্রতি মুম্বইয়ের একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন অনুষ্কা। তাঁর পরনে ছিল নীল জামা  ও লাল ট্রাউজার। অনুষ্কাকে দেখে ছুটে আসেন পাপারাজ্জিরা। ছবি তুলতে যান জনপ্রিয় অভিনেত্রীর। কিন্তু সোনু থামান সেই পাপারাজ্জিদের। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে থাকে। অনুষ্কা এগিয়ে আসেন পরিস্থিতি সামাল দিতে। তিনি সোনুকে শান্ত করেন। তার পরে পাপারাজ্জিদের ছবি তোলার সুযোগ করে দেন। 

এহেন সোনুই বিশাল অঙ্কের  বেতন পান। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোনুর বার্ষিক বেতন ১.২ কোটি টাকা। মাসে তাঁর রোজগার ১০ লক্ষ টাকা। 

কোহলি আর অনুষ্কার নিরাপত্তার দিকে সবসময়ে দৃষ্টি সোনুর। পরিবারের অন্যতম সদস্য হিসেবে শুটিংয়ের সেটেও সোনুর জন্মদিন পালন করেছেন অনুষ্কা।