আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মা করলেন ৮। বিরাট কোহলি খাতাই খুললেন না। স্টার্কের অফ স্টাম্পের বাইরের বলটা মারতে গেলেন। ধরা পড়ে গেলেন বিরাট। সেই সঙ্গে বিরাট স্বপ্নও শেষ হয়ে গেল। সেই চ্যাম্পিয়ন্স ট্রফির পর ফের টিম ইন্ডিয়ার জার্সিতে দেখা গিয়েছিল রো–কো জুটিকে। দুজনের কেউই প্রত্যাশা পূরণ করতে পারলেন না। এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার।
রোহিত নিজেকে আরও বিপন্ন করলেন। কোহলিকে দরজা দেখানোর সাহস এখনই হয়তো দেখাবেন না নির্বাচকরা। তবে চাপ তাঁর উপরে বাড়বে একথা বলে দেওয়াই যায়। হরভজন সিংয়ের ভবিষ্যদ্বাণী ছিল অস্ট্রেলিয়ার মাটিতে দুটো সেঞ্চুরি করবেন কোহলি। বিরাট বলেছিলেন, তিনি আগের থেকেও বেশি ফিট। হতে পারেন ফিট।
আরও পড়ুন: অন্ধকার থেকে আরও অন্ধকারে রোহিত, হিটম্যানের হাতে আর দুটো ম্যাচ
কিন্তু ম্যাচ তো খেলেননি কোহলি। সেটাই প্রকট হয়ে ধরা দিল। দুই মহাতারকাকে দ্রুত ফিরিয়ে দিয়ে অস্ট্রেলিয়া চাপ বাড়িয়ে দিল ভারতের উপরে। রোহিত যখন ফিরলেন তখন দলের রান ১৩। কোহলি ফিরলেন স্কোর বোর্ড বলছে ২১। চার রান পরেই ফিরে গেলেন ভারত অধিনায়ক শুভমান গিল (১০)। পারথের উইকেটের সঙ্গে সন্ধি করতে ব্যর্থ ভারতের টপ অর্ডার।
পারথে বৃষ্টির পূর্বাভাস ছিস। সেরকমই দফায় দফায় বৃষ্টিতে খেলা সাময়িক বন্ধ থাকছে। আবার শুরু হচ্ছে। ভারত কিন্তু অন্ধকার কাটিয়ে বেরোতে পারছে না। আবহাওয়ার পূর্বাভাস আতঙ্ক তৈরি করেছিল আগেই। বৃষ্টির সম্ভাবনা ছিল ৬৩ শতাংশ। আকাশ মেঘাচ্ছন্ন। এরকম মেঘলা দিনে, দেশের মেঘলা পরিস্থিতিতে কোহলি তো কতবারই জ্বলে উঠেছেন। অগ্রজ শচীন তেণ্ডুলকরের সঙ্গে তুলনা হয়েছে তাঁকে নিয়ে।
একসময়ে আমরা বলতাম, ''আমাদের একজন শচীন তেণ্ডুলকর আছেন।'' সেই আমরাই কয়েক বছর আগে বলতাম, ''আমাদের একজন বিরাট কোহলি আছেন।'' দেশের মানুষের অনন্ত চাপ বুকে নিয়ে বিরাট কোহলি ব্যাট হাতে দাঁড়ালে গোটা দেশের অদৃশ্য রিং টোন ছিল 'বন্দে মাতরম।'
দেশের শ্বাস-প্রশ্বাসে ছিলেন বিরাট কোহলি। তাঁকে দেখে, তাঁর 'গাণ্ডীব' ঘোরানো দেখে আমাদের গাইতে ইচ্ছা করত, ''তুই হেসে উঠলে সূর্য লজ্জা পায়, আলোর মুকুটখানা তোকেই পরাতে চায়।''
সেই বিরাট কোহলি এখন পড়ন্ত সূর্য। কতদিন তিনি বহতা নদীর মতো বইবেন কেউ জানেন না। অবশ্য অনেকেই বলতে পারেন, একটা ম্যাচের পরেই 'গেল গেল' রব তোলার কী আছে! এখনও তো রয়েছে দুটো ম্যাচ। ওই দুটো ম্যাচে রান করতেই পারেন রান-মেশিন। কিন্তু মনের ভিতরে যে রয়েছে আশঙ্কা। পারবেন তো বিরাট রান করে নিন্দুকদের মুখ বন্ধ করতে? স্যর ডনের দেশই মহাতারকা বিরাটের ভবিষ্যতের দিক নির্দেশ করে যাবে।
