আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি লন্ডনের রাস্তায় হাঁটতে দেখা যায় বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে। টি-২০ এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তারকা ক্রিকেটার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল জেতার পর থেকেই ক্রিকেটের বাইরে কোহলি। তার আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেন। খেতাব জেতে ভারত। এরপর অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে দেখা যাবে তাঁকে। দুই সন্তানকে নিয়ে ২০২৪ সালে লন্ডনে শিফট করেন কোহলি এবং অনুষ্কা। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে লন্ডনের স্থানীয় রাস্তায় হাঁটতে দেখা যায় বিরাট এবং অনুষ্কাকে। হাঁটার সময় স্থানীয় মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায় পাওয়ার কাপলকে। মুহূর্তের মধ্যে সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। যা দেখে আবেগতাড়িত হয়ে পড়ে ভারতীয় ফ্যানরা। অনেকেই মনে করেন, জনপ্রিয়তার থেকে শান্তিকে বেছে নিয়েছে বীরুষ্কা। 

সম্প্রতি একাধিক রিপোর্টে শোনা যাচ্ছে, ২০২৭ বিশ্বকাপে খেলা নাও হতে পারে বিরাট কোহলি এবং রোহিত শর্মার। টেস্ট থেকে অবসর নেওয়ার পর দুই মহাতারকা জানান, পরের একদিনের বিশ্বকাপে খেলতে চান। কিন্তু তার আগে খুব বেশি ম্যাচ প্র্যাকটিস পাবে না রো-কো জুটি। বছরের অধিকাংশ সময় খেলার বাইরে থাকবেন তাঁরা। মাত্র একটা ফরম্যাটে খেলায়, খুব কম ম্যাচ খেলার সুযোগ পাবে। যার ফলে ম্যাচ ফিটনেস নিয়ে একটা প্রশ্ন থেকেই যাবে। প্রাথমিক সূচি অনুযায়ী, অক্টোবর থেকে পরের আইপিএল পর্যন্ত মাত্র ন'টা একদিনের আন্তর্জাতিক খেলবে টিম ইন্ডিয়া। সুতরাং, মাত্র ন'দিন ম্যাচ টাইম। একদিনের বিশ্বকাপের এখনও প্রায় দু'বছর বাকি। ততদিন পর্যন্ত ফর্ম ধরে রাখা কঠিন হবে। অনেকে মনে করেন, বিশ্বকাপে খেলার সম্ভাবনা বাড়াতে, বিজয় হাজারেতে খেলা উচিত দুই মহাতারকার। 

ভারতের প্রাক্তনী আকাশ চোপড়া মনে করেন, বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার সঙ্গে তাঁদের বিজয় হাজারেতে খেলার কোনও প্রশ্ন নেই। তিনি মনে করেন, বিজয় হাজারে ট্রফির পারফরম্যান্স দল নির্বাচনে প্রভাব ফেলবে না। চোপড়া বলেন, 'বিজয় হাজারে ট্রফি ডিসেম্বরে হবে। তখন খেলে কী হবে? পরের আইপিএলের আগে ন'টা একদিনের ম্যাচ খেলবে ভারত। শুধুমাত্র নয় দিনের ক্রিকেট। তার বাইরে তোমরা খেলছো না। প্র্যাকটিস করছো না। রোহিত শর্মা এবং বিরাট কোহলির বিজয় হাজারে ট্রফি খেলার প্রয়োজন নেই। সংশ্লিষ্ট টুর্নামেন্টে পারফরম্যান্সের বিচারে তাঁদের দলে নেওয়া হবে না।' আকাশ চোপড়া মনে করছেন, শুধুমাত্র একদিনের ক্রিকেট খেলে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত টিকে থাকতে পারবেন না দুই তারকা।