আজকাল ওয়েবডেস্ক: ফিটনেস পরীক্ষা দিতে অধিকাংশ ভারতীয় ক্রিকেটার বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রয়েছে। এই তালিকায় রয়েছেন রোহিত শর্মাও। একমাত্র ছাড় পেয়েছেন বিরাট কোহলি। বাকিদের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে দেখা গেলেও অনুপস্থিত ছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক। ফিটনেস পরীক্ষা দিতে কবে আসবেন সেই খবর কারোর কাছে ছিল না। শেষপর্যন্ত আসেনওনি। লন্ডনে ফিটনেস টেস্ট দিলেন কোহলি। বর্তমানে সপরিবারে ব্রিটেনেই থাকেন তারকা ক্রিকেটার। একটি রিপোর্টে বলা হয়েছে, লন্ডনে ফিটনেস পরীক্ষা দেওয়ার জন্য বোর্ডের থেকে বিশেষ অনুমতি নেন কোহলি। কিন্তু দলের বাকিরা বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে ফিটনেস টেস্ট দেয়। যথারীতি সেই টেস্টে উত্তীর্ণ হন বিরাট। তবে লন্ডনে এই বিশেষ ফিটনেস টেস্ট দেওয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে। কেন তাঁকে এই বিশেষ ছাড় দেওয়া হল, দেয় নিয়ে প্রশ্ন উঠছে। 

বেঙ্গালুরুতে ফিটনেস টেস্টে পাস করেন রোহিত শর্মা, শুভমন গিল, মহম্মদ সিরাজ। অধিকাংশ ভারতীয় ক্রিকেটারের ফিটনেস টেস্ট দেওয়া হয়ে গিয়েছে। তবে কয়েকজন বাকি আছে। কয়েকজন চোটের জন্য ফিটনেস পরীক্ষা দিতে পারেনি। এশিয়া কাপের জন্য শীঘ্রই দুবাইয়ে উড়ে যাবে ভারতীয় দল। এশিয়া কাপের দলে নেই কোহলি। এবার টি-২০ ফরম্যাটে হবে এশিয়া কাপ। বিশ্বকাপের পর এই ফরম্যাট থেকে অবসর নেন বিরাট। যারা ফিটনেস টেস্ট দিয়েছেন, সেই তালিকায় রয়েছেন রোহিত শর্মা, মহম্মদ সিরাজ, শুভমন‌ গিল, জীতেশ শর্মা, প্রসিদ্ধ কৃষ্ণ, ঋতুরাজ গায়কোয়াড়, অভিনব মনোহর, রিঙ্কু সিং, আবেশ খান, অক্ষর প্যাটেল, সূর্যকুমার যাদব, রবি বিষ্ণোই, সঞ্জু স্যামসন, শিবম দুবে, মহম্মদ সামি, বরুণ চক্রবর্তী, মুকেশ কুমার, হার্দিক পাণ্ডিয়া, সরফরাজ খান, তিলক বর্মা, উমরান‌ মালিক, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, ধ্রুব জুরেল, শার্দূল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর এবং যশস্বী জয়েসওয়াল। ইয়ো ইয়ো স্কোরের পাশাপাশি স্ট্রেন্থ টেস্টও হয়েছে। ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজা এখনও ফিটনেস টেস্ট দেয়নি। তবে মাসের শেষদিকে দু'জনেই ফিটনেস টেস্ট দেবে। 

এরপর টেস্টের দ্বিতীয় পর্ব শুরু হবে। সেই পরীক্ষায় বসবেন কেএল রাহুল, আকাশ দীপ, নীতিশ কুমার রেড্ডি, রবিদ্র জাদেজা এবং ঋষভ পন্থ। একমাত্র বিরাট কোহলির টেস্ট দেশের বাইরে হয়। বাকি কোনও প্লেয়ার এই ছাড় পায়নি। বিরাট প্রসঙ্গে বোর্ডের এক কর্তা জানান, তারকা ক্রিকেটার বিশেষ অনুমতি নেন। তবে অন্য কোনও প্লেয়ার এই ছাড় চাইলে পেতেন কিনা জানা নেই। ক্রিকেটারদের চোটের লম্বা তালিকার জন্য অতি সতর্ক হয়ে গিয়েছে বিসিসিআই এবং টিম ম্যানেজমেন্ট। দলে সুযোগ পাওয়ার আগে প্রত্যেক প্লেয়ারের ফিটনেস টেস্ট বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। এশিয়া কাপের আগেই সেই প্রক্রিয়া চালু করে দেওয়া হয়। তবে যারা এশিয়া কাপের দলে নেই, তাঁরাও ফিটনেস টেস্ট দিয়েছে।