আজকাল ওয়েবডেস্ক:‌ চিপকে আজ ধোনি–বিরাট দ্বৈরথ। শেষ হাসি হাসবে কে?‌ বৃহস্পতি রাতে মিলবে উত্তর। এটা ঘটনা চিপকে আজ অবধি চেন্নাইকে একবারও হারাতে পারেনি আরসিবি। 


খেলায় যাই হোক। তার আগে বিরাটকে রীতিমতো আক্রমণ করে বসলেন চেন্নাই সুপার কিংস কোচ স্টিফেন ফ্লেমিং। 


পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই অতীত ভুলে নামতে চাইছে বিরাটদের বিরুদ্ধে। তবে কোহলির জন্য যে পরিকল্পনা থাকছে তা জানাতে ভোলেননি ফ্লেমিং। চেন্নাই কোচের মতে, কোহলি ও রজত পতিদারকে দ্রুত ফেরাতে পারলেই কাজ হাসিল হয়ে যাবে চেন্নাইয়ের। ফ্লেমিংয়ের কথায়, ‘‌একটা ম্যাচের পরেই এত কথা বলা কঠিন। টুর্নামেন্ট সবে শুরু হল। দু’‌দলেই বেশ কিছু বদল হয়েছে। অতীতের পারফরম্যান্স তাই মাথায় রাখছি না। এরপরই ফ্লেমিংয়ের সংযোজন, ‘‌আরসিবিকে নিয়ে পরিকল্পনা করা হয়েছে। বিরাটকে নিয়েও আলাদা পরিকল্পনা তৈরি। অবশ্য শুধু বিরাট নয়। বেশ কিছু ভাল ক্রিকেটার ওদের দলে রয়েছে। অবশ্য সব দলের ক্ষেত্রেই এই কথাটা প্রযোজ্য। তাই এবার লড়াইটাও বেশ কঠিন। আর বিরাট তো আমাদের বিরুদ্ধে আগে রান করুক।’‌ 


প্রথম ম্যাচে এসেছে জয়। তাও আবার মুম্বইকে হারিয়ে। এবার সামনে আরসিবি। ফ্লেমিংয়ের কথায়, ‘‌ম্যাচটা কঠিন হবে। উইকেটের চরিত্র বুঝে খেলতে হবে। আর একটা একটা ম্যাচ ধরে এগোব। সবে তো শুরু।’‌