আজকাল ওয়েবডেস্ক: পারথে বর্ডার গাভাসকার ট্রফির প্রথম টেস্টে শতরান করে ফর্মে ফিরেছেন বিরাট। আর এবার আরও এক নতুন রেকর্ড ছোঁয়ার হাতছানি তাঁর সামনে। কিংবদন্তি অস্ট্রেলীয় ব্যাটার স্যার ডন ব্র্যাডম্যানের ৭৬ বছর পুরনো রেকর্ড স্পর্শ করার সুযোগ রয়েছে তাঁর সামনে। অন্য দেশে গিয়ে সবথেকে বেশি শতরান করার রেকর্ড এতদিন ছিল ডন ব্র্যাডম্যানের দখলে। এবার তাঁকে ছুঁতে পারেন ভারতীয় তারকা। ডন ব্র্যাডম্যান ইংল্যান্ডে ১৯৩০ থেকে ১৯৪৮ সালের মধ্যে ৩০ ইনিংসে ১১টি সেঞ্চুরি করেন। তার ব্যাটিং গড় ছিল ১০২.৮৪।

 

 

এছাড়াও তিনি ইংল্যান্ডে তিনটি হাফ-সেঞ্চুরি করেছেন এবং তার সর্বোচ্চ স্কোর ছিল ৩৩৪ রান। অন্যদিকে, বিরাট কোহলি অস্ট্রেলিয়ায় ৪৩টি ম্যাচে ১০টি আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন। এই তালিকায় কোহলির পরে রয়েছেন জ্যাক হবস ও সচিন তেন্ডুলকার, যারা ৯টি করে সেঞ্চুরি করেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে কোহলি এখন পর্যন্ত ৫৪.২০ গড়ে ২,৭১০ রান করেছেন। এর মধ্যে ৭টি সেঞ্চুরি এসেছে টেস্টে এবং ৩টি একদিনের ম্যাচে। তবে এখানেই শেষ নয়। কোহলি বর্তমানে বর্ডার-গাভাসকার সিরিজে সচিন তেন্ডুলকারের আরেকটি রেকর্ড ভাঙার মুখে দাঁড়িয়ে রয়েছেন।

 

 

বিজিটি সিরিজে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড সচিনের দখলে ন’টি। কোহলির আর একটি শতরান প্রয়োজন তাঁকে টপকে যাওয়ার জন্য। কোহলির সেরা ইনিংসগুলির মধ্যে একটি ছিল ২০১৪-১৫ সালে মেলবোর্ন টেস্টে করা ১৬৯ রানের দুর্দান্ত ইনিংস। সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে হতাশাজনক সিরিজ কাটিয়েছেন কোহলি। যেখানে তিনটি টেস্টে মাত্র ৯৩ রান এসেছিল তাঁর ব্যাট থেকে। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথে প্রথম টেস্টেই নিজের সেরা ফর্মে ফিরে আসেন। দ্বিতীয় ইনিংসে অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়ে ভারতকে ২৯৫ রানের বিশাল জয় এনে দেন।