আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারতীয় তারকা বিরাট কোহলি। তবে সম্প্রতি ‘আরসিবি ইনসাইডার শো’-এর একটি পর্বে মজার মুহূর্তের মধ্য দিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন তিনি। শোয়ের সঞ্চালক মিস্টার নাগস শোয়ের মাঝে কোহলির ‘ধ্যানমগ্ন’ মনের অবস্থা বোঝার চেষ্টা করছিলেন। তারপরেই এই ভাইরাল ঘটনাটি ঘটে। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, কোহলি ধ্যান করার ভঙ্গিমায় বসে আছেন।

 

হঠাৎ মিস্টার নাগস তাঁকে জড়িয়ে ধরেন, যার ফলে বিরাট বিরক্ত হয়ে যান। তিনি ধাক্কা দিয়ে বলেন, ‘ওখানে গিয়ে বসো’। তখন মিস্টার নাগস কোহলিকে মনে করিয়ে দেন, তিনি একবার বলেছিলেন, প্রিয়জনদের ভালবাসা দিতে হবে। এর উত্তরে বিরাট বলেন, ‘ভালোবাসা দাও, কিন্তু স্নান করে। তুমি এমনভাবে এসে পড়ো, আমার গোটা শান্তি নষ্ট হয়ে যায়’! এরপর কোহলি উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করেন। তখন মিস্টার নাগস বলেন, ‘শান্তি বজায় রাখো!’ জবাবে বিরাট বলেন, ‘ঘণ্টার শান্তি’। যার হিন্দি তর্জমা করলে দাঁড়ায়, ‘ঘণ্টে কা পিস’।

 

ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, কোহলির এই মন্তব্যটি বাবর আজমকে কটাক্ষ করে করা হয়েছে। নিমেষে এটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। কারণ, ‘ঘণ্টে কা কিং’ শব্দবন্ধটি ইতিমধ্যেই উপমহাদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে ভাইরাল। দু’জন জনপ্রিয় পাকিস্তানি ইউটিউবার বাবরের খারাপ পারফরম্যান্স সম্পর্কে বলতে গিয়ে এটি তৈরি করেছিলেন। যদিও বিরাট কোহলি সরাসরি বাবরের নাম বলেননি, তবে নেটিজেনদের একাংশ মনে করছেন এখানে কটাক্ষ করা হয়েছে বাবরকেই। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে পড়েছে এবং নেটদুনিয়ায় আলোড়ন তুলেছে।