আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীন একাধিকবার তিনি সতীর্থদের ইঙ্গিত দিয়েছিলেন যে টেস্ট ফরম্যাট থেকে তিনি সরে দাঁড়াবেন।
কিন্তু তাঁর সতীর্থরা সেই সময়ে খুব একটা গুরুত্ব দেননি। কিন্তু বিরাট কোহলি আর টেস্ট ম্যাচ খেলতে চান না, এই খবর শনিবার গোটা দেশে ছড়িয়ে পড়ার পরে অনেকেই মনে করছেন অস্ট্রেলিয়াতেই কোহলি টেস্ট ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। তখন সবাই হালকা ভাবে নেন।
আরও একটি তথ্য ঘোরাফেরা করছে কোহলির টেস্ট ছাড়ার ইচ্ছাপ্রকাশের মধ্যে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরু হওয়ার আগে বোর্ডকে কোহলি তাঁর ইচ্ছার কথা জানিয়ে দেন। বোর্ড তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলেছেন। বল এখন কোহলির কোর্টে।
তবে অন্য একটি সূত্রের খবর, জাতীয় দলকে নেতৃত্ব দিতে চেয়েছিলেন বিরাট। কিন্তু নির্বাচকরা বিরাট বা রোহিতের মতো বর্ষীয়ান ক্রিকেটারদের হাতে নেতৃত্বের আর্মব্যান্ড দিতে চান না। নির্বাচকরা তরুণ অধিনায়ক চান। যাতে দীর্ঘ সময় তাঁরা দলকে নেতৃত্ব দিতে পারেন।
নেতৃত্ব ফিরে না পেয়ে কোহলি টেস্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বলেই শোনা যাচ্ছে। যদিও টেস্ট থেকে সরে দাঁড়ানোর পিছনে নেতৃত্ব না পাওয়া আরও একটা কারণ কিনা, সেই ব্যাপারে কোহলি কোনও মন্তব্য করেননি।
কোহলিকে নিয়ে দেশজুড়ে চলছে বিরাট জল্পনা।
