আজকাল ওয়েবডেস্ক: বিকেল পাঁচটা থেকে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির ঘোষণা হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছিলেন, দুই প্রতিবেশি দেশ সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে।
কিন্তু সেই সংঘর্ষ বিরতি তিন ঘণ্টাও গেল না। সীমান্তের ওপার থেকে ভারতের ১১টি শহরে উড়ে এল পাকিস্তানের শেল-মর্টার। উড়ে এল ড্রোন।
শ্রীনগরে শোনা গেল বিস্ফোরণের শব্দ। আলো ঝলমলে ডাল লেক হঠাৎই অন্ধকারে ডুবে গেল। পাকিস্তানের এহেন বিশ্বাসঘাতকতায় হতবাক গোটা দেশ। প্রতিবেশি দেশের এহেন চরিত্র দেখার পরে আর স্থির থাকতে পারলেন না দেশের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহবাগ। গর্জে উঠলেন তিনি। সোশ্য়াল মিডিয়ায় পাকিস্তানকে ধুয়ে দিলেন নজফগড়ের নবাব। লিখলেন, কুকুরের লেজ তো আর সোজা হয় না কখনও।
— Virrender Sehwag (@virendersehwag)Tweet by @virendersehwag
পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেটমাঠে বীরু বহু স্মরণীয় ইনিংস খেলেছেন। মুলতানে গিয়ে ট্রিপল হান্ড্রেড করেছেন বীরু। ২০০৩ বিশ্বকাপে ওয়াকার ইউনিসকে আপার কাটে গ্যালারিতে ফেলেছেন। শোয়েব আখতারের মতো দ্রুতগতির পেসারকে উড়িয়ে দিয়েছেন। সেই শেহবাগ পাকিস্তানের দ্বিচারিতা দেখে আর স্থির থাকতে পারলেন না। সারমেয়র সঙ্গে তুলনা টেনে বললেন, কুকুরের লেজ তো কোনওদিন সোজা হয় না।
