আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক ক্রীড়া আদালত আবেদন খারিজ করে দেওয়ায় প্যারিস থেকে খালি হাতেই ফিরতে হয়েছে ভিনেশ ফোগাতকে। এই সিদ্ধান্তে গোটা দেশবাসী হতাশ। স্বাধীনতা দিবসের রাতে ভিনেশ নিজের ইনস্টাগ্রামে একটি হৃদয়বিদারক পোস্ট করেন। তাতে কমেন্ট করেন মনিকা বাত্রা, বজরং পুনিয়া। এবার ভারতীয় কুস্তিগিরের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতা দিবসের দিন নিজের বাসভবনে ভারতের পদক জয়ীদের সঙ্গে দেখা করেন তিনি। দিল্লির ৭ নম্বর লোক কল্যাণ মার্গে উপস্থিত ছিলেন মানু ভাকের, নীরজ চোপড়া, অমন সেহরাওয়াতরা। ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে কথা বলার ফাঁকেই ভিনেশের ভূয়সী প্রশংসা করেন দেশের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি বলেন, 'প্রথম ভারতীয় মহিলা হিসেবে ভিনেশ কুস্তির ফাইনালে ওঠার নজির গড়েছে। যা আমাদের সবার কাছেই গর্বের।' 
মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ার জন্য কুস্তির ৫০ কেজি ফ্রিস্টাইল বিভাগের ফাইনালে অংশ নিতে পারেননি ভিনেশ। তাঁকে অলিম্পিক থেকে বাতিল করা হয়। এই ঘটনার পর সরাসরি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি ঊষাকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জিজ্ঞেস করেন, কোনওভাবে এই সিদ্ধান্ত বদল করা যায় কিনা। তারপর আইওএকে সর্বোচ্চ পদক্ষেপ নিতে বলা হয়। আন্তর্জাতিক অলিম্পিক সংস্থাকে আবেদন জানানো হয়। যা খারিজ করে দেওয়া হয়। এরপর আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেন ভিনেশ। রায় ঘোষণার তারিখ একাধিকবার পাল্টানোর পর সেই আবেদনও খারিজ করে দেওয়া হয়। তাতে চূড়ান্ত হতাশ হয়ে পড়েছেন ভারতীয় কুস্তিগির। প্রায় হাল ছেড়ে দিয়েছেন। প্রধানমন্ত্রীর এই বার্তা হয়তো তাঁকে লড়াই চালিয়ে যাওয়ার সাহস দেবে।
মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ার জন্য কুস্তির ৫০ কেজি ফ্রিস্টাইল বিভাগের ফাইনালে অংশ নিতে পারেননি ভিনেশ। তাঁকে অলিম্পিক থেকে বাতিল করা হয়। এই ঘটনার পর সরাসরি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি ঊষাকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জিজ্ঞেস করেন, কোনওভাবে এই সিদ্ধান্ত বদল করা যায় কিনা। তারপর আইওএকে সর্বোচ্চ পদক্ষেপ নিতে বলা হয়। আন্তর্জাতিক অলিম্পিক সংস্থাকে আবেদন জানানো হয়। যা খারিজ করে দেওয়া হয়। এরপর আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেন ভিনেশ। রায় ঘোষণার তারিখ একাধিকবার পাল্টানোর পর সেই আবেদনও খারিজ করে দেওয়া হয়। তাতে চূড়ান্ত হতাশ হয়ে পড়েছেন ভারতীয় কুস্তিগির। প্রায় হাল ছেড়ে দিয়েছেন। প্রধানমন্ত্রীর এই বার্তা হয়তো তাঁকে লড়াই চালিয়ে যাওয়ার সাহস দেবে।
