আজকাল ওয়েবডেস্ক:‌ শনিবার থেকে শুরু হয়ে যাচ্ছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। এবার টুর্নামেন্টের আসর বসছে জাপানের রাজধানী টোকিওয়। ন’দিনের এই প্রতিযোগিতা শেষ হবে ২১ সেপ্টেম্বর।


ভারতের ১৯ জনের দলে আকর্ষণের কেন্দ্রে নীরজ চোপড়া। পাঁচ বছর আগে এই টোকিওতেই অলিম্পিক্সে সোনা জিতে ইতিহাস তৈরি করেছিলেন নীরজ। নজর থাকবে ভারতের দ্রুততম স্প্রিন্টার অনিমেষ কুজুরের দিকেও। তিনি ২০০ মিটারে অংশগ্রহণ করবেন।


২০২৩ সালে বুদাপেস্টে শেষ যে বিশ্ব চ্যাম্পিয়নশিপ হয়েছিল, সেখানে ভারত ২৮ জনের দল পাঠিয়েছিল। কিন্তু এবার ভারতের কোনও রিলে দল নেই। এবার জ্যাভলিনে এক জন মহিলা–সহ রেকর্ড পাঁচ জনকে পাঠিয়েছে ভারত।

 

আরও পড়ুন:‌ রবিবার দুবাইয়ে মহারণ, কিন্তু এই আইপিএল ফ্রাঞ্চাইজি বয়কট করে বসল পাকিস্তানকে 


নীরজের সঙ্গে এবারও লড়াই বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বসেরা জার্মানির জুলিয়ান ওয়েবার এবং অলিম্পিক্স চ্যাম্পিয়ন পাকিস্তানের আর্শাদ নাদিমের। গত অলিম্পিক্সে নাদিমের কাছেই হারতে হয়েছিল নীরজকে। এবার সেই হারের বদলা নেওয়ার সুযোগ রয়েছে তাঁর সামনে।


ভারতীয় দল রয়েছেন। পুরুষ:‌ নীরজ চোপড়া, শচীন যাদব, যশবীর সিং, রোহিত যাদব (জ্যাভলিন), মুরলি শ্রীশঙ্কর (লং জাম্প), গুলবীর সিং (৫,০০০ মিটার এবং ১০,০০০ মিটার), প্রবীণ চিত্রভেল, আবদুল্লাহ আবুবকর (ট্রিপল জাম্প), সর্বেশ অনিল কুশারে (হাই জাম্প), অনিমেষ কুজুর (২০০ মিটার), তেজস শিরসে (১১০ মিটার হার্ডলস), সার্ভিন সেবাস্টিয়ান (২০ কিমি হাঁটা), রাম বাবু, সন্দীপ কুমার (৩৫ কিমি হাঁটা)।


মহিলা:‌ পারুল চৌধুরি, অঙ্কিতা ধিয়ানি (৩,০০০ মিটার স্টিপলচেজ), অন্নু রানি (জ্যাভলিন), প্রিয়াঙ্কা গোস্বামী (৩৫ কিমি হাঁটা), পূজা (৮০০ মিটার এবং ১,৫০০ মিটার)। 


নীরজ নামবেন ১৮ সেপ্টেম্বর। ওইদিনই রয়েছে পুরুষদের জ্যাভলিন ও ফাইনাল। ভারতের হয়ে লড়বেন নীরজ চোপড়া, শচীন যাদব, যশবীর সিং, রোহিত যাদব। 

এদিকে, এশিয়া কাপে রবিবার ভারত–পাক মহারণ। তার আগে পাকিস্তানকে বয়কট করল আইপিএল ফ্রাঞ্চাইজি পাঞ্জাব সুপার কিংস।

 

আরও পড়ুন:‌ বিরাটদের ফিট রাখতে ব্রঙ্কো টেস্ট চালু করেছে বিসিসিআই, এই নতুন টেস্ট নিয়ে মুখ খুললেন লে রু...


এটা ঘটনা, পহেলগাঁও হামলা ও অপারেশন ‘‌সিঁদুর’‌ এর পর ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক বৈরিতা আরও বেড়েছে। এই দুই ঘটনার পর প্রথমবার ২২ গজে মুখোমুখি হচ্ছে ভারত–পাক। ম্যাচকে ঘিরে রয়েছে উত্তেজনা। 


এর আগে লেজেন্ডস লিগ ক্রিকেটে ভারতীয় লেজেন্ডসরা পাক লেজেন্ডসদের সঙ্গে খেলতে চায়নি। তবে কূটনৈতিক কারণে সূর্যরা খেলবেন সলমন আলি আঘা বাহিনীর বিরুদ্ধে। সুপ্রিম কোর্টেও পাক ম্যাচ বয়কট করে জনস্বার্থ মামলা হয়েছিল। কিন্তু শীর্ষ আদালতও জানিয়েছে, ক্রিকেট ম্যাচকে এসবের বাইরে রাখা হোক।
তবে আইপিএল ফ্রাঞ্জাইজি কিন্তু অভিনব প্রতিবাদ জানাল। পাকিস্তানকে বয়কট করল তারা। 


ম্যাচের দু’‌দিন আগে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছে পাঞ্জাব ফ্রাঞ্চাইজি। ওই পোস্টে ছবিতে দেখা যাচ্ছে সূর্যকুমার যাদব ও শুভমান গিলকে। ভারতের ববিবার রাত আটটায় খেলা রয়েছে এশিয়া কাপে। সেটাও পোস্টে রয়েছে। কিন্তু কাদের বিরুদ্ধে খেলা সেটা উল্লেখ নেই। ক্যাপশনে লেখা রয়েছে, ‘‌এশিয়া কাপে গতবারের চ্যাম্পিয়নরা দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে। লেটস গো।’‌