আজকাল ওয়েবডেস্ক : দশেরার রাবণবধ দেখে ফেরার পথে মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত হলেন এক তরুণী ও তাঁর ভাই। ওই যুবকরা তরুণীর শ্লীলতাহানি করেছে বলেও অভিযোগ। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসতে। সোমবার সকালে ওই তরুণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বারাসতের বর্মা কলোনির বাসিন্দা এক তরুণী তাঁর বাবা ও ভাইয়ের সঙ্গে কালিকাপুর এলাকায় দশেরার রাবণবধ দেখতে গিয়েছিলেন। তরুণীর বাবা স্কুটি চালাচ্ছিলেন। পিছনে তিনি ও তাঁর ভাই বসেছিলেন। ফেরার পথে রাস্তার ওপর একদল মদ্যপ যুবক আচমকা তাঁদের ওপর চড়াও হয়। প্রথমে তরুণীর ভাইকে তারা মারধর শুরু করে। ভাইকে বাঁচাতে গেলে ওই তরুণীকেও মারধর করা হয়। অভিযোগ, মদ্যপ যুবকরা তরুণীকে টেনেহিঁচড়ে একটি গলির মধ্যে নিয়ে শ্লীলতাহানি করেছে। গোলমালের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারাসত থানার পুলিশ। তরুণীর অভিযোগ, ঘটনাস্থলে দাঁড়িয়ে তিনি হামলাকারীদের চিনিয়ে দিলেও পুলিশ তাদের ধরতে কোনও উদ্যোগ নেয়নি। কর্তব্যরত পুলিশ আধিকারিক ওই তরুণীকে আগে থানায় অভিযোগ দায়ের করার কথা বলেন।
সোমবার সকালে ওই তরুণী বারাসত থানায় হামলাকারী যুবকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সংবাদমাধ্যমকে তিনি বলন, 'বাবা ও ভাইয়ের সঙ্গে রাবণবধের অনুষ্ঠান দেখে রাতে বাড়ি ফিরছিলাম। রাস্তায় একদল মদ্যপ যুবক আচমকা আমাদের উপর হামলা চালায়। ভাইকে বেধড়ক মারধর করা হয়েছে। ভাইকে বাঁচাতে গেলে আমাকেও মারা হয়েছে। আমার পোশাক ছিঁড়ে দেওয়া হয়েছে।' ওই তরুণীর আরও অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও দোষীদের ধরতে কোনও চেষ্টা করেনি।
বারাসতের উপ-পুরপ্রধান তাপস দাশগুপ্ত বলেন, 'রাতে রাবণবধের অনুষ্ঠান দেখে ফেরার পথে এক তরুণী ও তাঁর ভাই মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত হয়েছে বলে খবর পেয়েছি। পুলিশকে বলেছি, অবিলম্বে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।' বারাসত থানার পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারী যুবকদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলার রুজু করা হয়েছে। ঘটনাস্থলের আশেপাশের সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।
