আজকাল ওয়েবডেস্ক: আজ কৌশিকী অমাবস্যা। সকাল থেকে রাজ্যের একাধিক মন্দিরে ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা। কালীঘাট, দক্ষিণেশ্বর, আদ্যাপীঠে ভোর থেকে লাইন। সোমবার ভোর থেকে অমাবস্যা তিথি পড়ে যাওয়ার পর থেকেই লাইন পড়েছে পুজোর। তবে, সবকিছুকে ছাপিয়ে গিয়েছে তারাপীঠের ভিড়।
যত বেলা বেড়েছে পাল্লা দিয়ে মন্দির চত্বরে বেড়েছে ভিড়। কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে তারাপীঠে বেড়েছে হোটেলের ভাড়াও। তবে মূল পুজো চলবে সারারাত ধরে। তার আগেই মন্দির চত্বরে লম্বা লাইন। পরিসংখ্যান বলছে সোমবার সন্ধ্যা পর্যন্ত ছয় লক্ষ পুণ্যার্থী ভিড় জমিয়েছেন তারাপীঠে। পুজো চলছে সকাল থেকেই।
বিধানসভার ডেপুটি স্পিকার এবং তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান আশিস ব্যানার্জি জানান, নিয়ম মেনে লাইন দিয়ে পুণ্যার্থীদের পুজোর ব্যবস্থা করা হয়েছে। সারারাত ধরে পুণ্যার্থীরা পুজো দিতে পারবেন’। কড়া নিরাপত্তায় পুজো চলছে। গোটা মন্দির চত্বর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।
