আজকাল ওয়েবডেস্ক: কেউ চোখে দেখতে পান না, কেউ বা জন্মের পর থেকেই বিশেষভাবে সক্ষম। এরকমই বিশেষ চাহিদা সম্পন্ন মহিলাদের স্বনির্ভর করে তুলতে যৌথভাবে উদ্যোগী হয়েছে জলপাইগুড়ি সদর ব্লক প্রসাসন ও সদর পঞ্চায়েত সমিতি। শুক্রবার বিশেষ চাহিদা সম্পন্ন মহিলাদের হাতে তৈরি বিভিন্ন পসরা বিক্রির জন্য নতুন স্টলের উদ্বোধন হল। এদিন অনুষ্ঠানের মধ্য দিয়ে সদর বিডিও অফিসের ক্যাম্পাসে করা হয় স্থায়ী দোকান। সেখান থেকে মহিলারা হাতে তৈরি ধূপকাঠি বিক্রি করে, জেরক্স করে স্বনির্ভর হতে পারবেন বলে জানানো হয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন মহিলাদের স্বনির্ভর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্লক প্রশাসন। এদিনের এই উদ্যোগে খুশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও।

 

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক দেবাশিস চক্রবর্তী বলেন, ‘বিশেষ চাহিদা সম্পন্ন মহিলাদের স্বনির্ভর করে তুলতে বিডিওর উদ্যোগে স্টল দেওয়া হল। মহিলারা এখান থেকে স্বনির্ভর হতে পারবেন’। বিডিও মিহির কর্মকার বলেন, ‘তিনজন বিশেষ চাহিদা সম্পন্ন মহিলার জন্য স্টল করে দেওয়া হল। সদর বিডিও অফিসে অনেকেই আসেন। বিডিও আশাবাদী, যাঁরা আসেন তাঁরা এখান থেকে জিনিস কিনবেন। শ্যামারানী মণ্ডল নামে বিশেষভাবে সক্ষম এক মহিলা বলেন, ‘দোকান পেয়েছি। বিডিও স্যারের সাহায্যে আশাকরি দোকান করে আমরা স্বনির্ভর হতে পারব’।