মিল্টন সেন: হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া প্রায় ৪০টি মোবাইল উদ্ধার করে ফোন মালিকের হাতে তুলে দিল শ্যাওড়াফুলি জিআরপি। প্রায়শই শোনা যায়, বিভিন্ন সময়ে ট্রেন অথবা স্টেশন চত্বর থেকে মোবাইল ফোন খোয়া গিয়েছে। এরকম ঘটনা ঘটলেই অভিযোগ দায়ের হয়েছে শ্যাওড়াফুলি জিআরপি থানায়। অভিযোগ পাওয়ার পর বিভিন্ন সময়ে শুরু হয়েছে তদন্ত। জানা গিয়েছে, তদন্ত ক্রমশ এগোতে এগোতে পরবর্তী সময়ে পুলিশি তদন্তের মাধ্যমে উদ্ধার হয়েছে ফোনগুলি।
বৃহস্পতিবার শ্যাওড়াফুলি জিআরপি থানার উদ্যোগে ‘হারানো প্রাপ্তি’ নামক একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হয় তাদের মালিকদের হাতে। খোয়া যাওয়া মোবাইল ফোন মানুষের হাতে তুলে দেন হাওড়া জিআরপির ডিএসপি হেডকোয়ার্টার পারমিতা মুখার্জি এবং শ্যাওড়াফুলি জিআরপি থানার ওসি প্রদ্যুৎ ঘোষ। অভিযোগ দায়ের করার এক মাসের মধ্যেই খোয়া যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি ফোনের মালিকরা।
 
 ছবি: পার্থ রাহা
