আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের পঞ্চমের বাজার সংলগ্ন এলাকায় মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে তিনজনের, আহত প্রায় ২০ জন। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে একাধিক। জানা গিয়েছে, মৃতদের সকলেরই বয়স ৩৫ বছরের মধ্যে। স্থানীয় সূত্রে খবর, পাথরপ্রতিমা গঞ্জের বাজার ও গয়াধাম এলাকার বেশ কয়েকটি পরিবার আরসিএম নামক একটি সংস্থার সঙ্গে যুক্ত।
মঙ্গলবার সুন্দরবনের কৈখালিতে ওই সংস্থার তরফে একটি ভ্রমণমূলক প্রোগ্রামের ব্যবস্থা করা হয়। সেই উদ্দেশ্যে সোমবার রাতে দুটি ম্যাটাডোরে প্রায় ৫০ জন ব্যক্তি ক্যানিং ঝড়খালির উদ্দেশ্যে রওনা দেন। তারই মধ্যে একটি গাড়ি কিছুটা যাওয়ার পর চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। বিকট শব্দ শুনে জড়ো হন এলাকাবাসীরা। ঘটনাস্থলে পৌঁছয় ঢোলাহাট থানার পুলিশ এবং পাথর প্রতিমা থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের সাহায্যে আহত ব্যক্তিদের গদামথুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর নয়জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ডায়মন্ডহারবারে রেফার করা হয়েছে। বেশ কয়েকজনকে স্থানীয় নার্সিংহোমেও নিয়ে যাওয়া হয়। আহত এবং মৃত ব্যক্তিরা সকলেই পাথরপ্রতিমা থানায় এলাকার বলে জানা গিয়েছে।
