আজকাল ওয়েবডেস্ক: প্রায় ১৪ কোটি টাকার রাজস্ব প্রতারণার অভিযোগে শিলিগুড়িতে গ্রেপ্তার হল এক ব্যবসায়ী। বুধবার রাতে অভিযুক্ত ব্যবসায়ী রঞ্জিত প্রসাদকে কেন্দ্রীয় রাজস্ব দপ্তর গ্রেপ্তার করেছে। অভিযুক্ত আমদানি-রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। অভিযোগ, সে দীর্ঘদিন ধরে জিএসটি ফাঁকি দিয়ে আসছিল। জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলার জয়গাঁও-এর বাসিন্দা রঞ্জিত নামী পান মশলা ও সিগারেট রপ্তানির ব্যবসার সঙ্গে যুক্ত।

 

 

 

প্রতিবেশী রাষ্ট্র ভুটানের ক্ষেত্রে ভারত সরকারের তরফে আমদানি ও রপ্তানির ক্ষেত্রে বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। অভিযোগ, সেই সুযোগ কাজে লাগিয়ে রঞ্জিত দিনের পর দিন কেন্দ্রীয় রাজস্ব ফাঁকি দিয়ে এসেছে। ফাঁকি দেওয়া এই রাজস্ব ১৪ কোটি টাকার কাছাকাছি বলে জানা যায়। তদন্তকারী সংস্থার অনুমান, এই চক্রের সঙ্গে আরও কয়েকজন যুক্ত আছে। যাদের খোঁজ চালানো হচ্ছে। 

 

 

বৃহস্পতিবার অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করা হলে আদালত তাকে পাঁচ দিনের তদন্তকারী সংস্থার হেফাজতের নির্দেশ দেয়। এলাকার ব্যবসায়ীদের একটি অংশের অভিযোগ, দিনের পর দিন আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কিছু অসাধু ব্যবসায়ী এভাবে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। তাঁদের অভিযোগ, ঠিকঠাক তদন্ত হলে রঞ্জিতের মতো আরও কিছু ব্যবসায়ীর নাম জানা যাবে।