আজকাল ওয়েবডেস্ক: মালদার গাজোলের আকালপুর এলাকায় পুকুর দখলকে কেন্দ্র করে ছড়াল উত্তেজনা। আগুন জ্বলল এলাকার একাধিক বাড়ি, গাড়িতে। আহত হয়েছেন অন্তত সাত জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। পৌঁছেছে দমকলের একটি ইঞ্জিনও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাজোলের দুই নম্বর অঞ্চলের শ্যামপুর গ্রামে রয়েছে খাসের দুটি পুকুর। বিগত, পাঁচ বছর ধরে এই পুকুর নিয়ে মামলা চলছে আদালতে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এই পুকুর সরকারের। গ্রামের কোনও পরিবার এই পুকুরের মালিক নয়। তবুও এই পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে গ্রামেরই দুই পরিবার পরামানিক পরিবার এবং সরকার পরিবারের মধ্যে।
সোমবার ফের দুই পক্ষের মধ্যে বিবাদ ঘটে। গুরুতর জখম হন পরামানিক পরিবারের সদস্য সুরজিৎ পরামানিক। হাসুয়ার আঘাতে হাত কেটে দেওয়া হয় তাঁর, আহত হন মনোজ পরামানিক নামে আরও এক সদস্য। তাঁর মাথায়, হাতে আঘাত লাগে। তাঁদের স্থানীয় হাতিমারি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে পরামানিক বাড়ির সদস্যরা আকালপুর এলাকার পরেশ সরকার ও বিশ্বনাথ সরকারের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। সেই সময় ফের দুই পক্ষ একে অপরের ওপর চড়াও হয়। পরামানিক পরিবারের লোকজন নিয়ে এসে আগুন ধরিয়ে দেন স্থানীয় ওষুধের দোকান এবং মুদিখানার দোকানে। ভাঙচুর করা হয় স্থানীয় বাড়িঘর। পুলিশে খবর দেওয়া হলে বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
