আজকাল ওয়েবডেস্ক: ঘূর্ণিঝড় মান্থার প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী এলাকাগুলিতে। মঙ্গলবার দুপুর থেকে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে উপকূল তীরবর্তী এলাকায়। শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঝোড়ো হাওয়ার দাপট। আবহাওয়া পরিবর্তনের পাশাপাশি উত্তাল হয়ে গিয়েছে বঙ্গোপসাগর। ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। আর তাই আগেভাগেই মৎস্য দপ্তরের পক্ষ থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য দপ্তর। দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী এলাকার ঝড়ের আগে ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাইকিং এর মাধ্যমে সতর্কীকরণ করা হয়েছে। মৎস্য দপ্তরের নিষেধাজ্ঞা পাওয়ার পর গভীর সমুদ্র থেকে বহু মৎস্যজীবীর ট্রলার বন্দরে ফিরে এসেছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঘূর্ণিঝড় মান্থার প্রভাব পড়বে সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকায়। ইতিমধ্যেই সেই ঘূর্ণিঝড় এর প্রভাব পড়তে শুরু করেছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। সম্পূর্ণ পরিস্থিতির উপর নজর রাখছে জেলা প্রশাসনের আধিকারিকরা।
প্রসঙ্গত, শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মান্থা। বঙ্গোপসাগরের উপর দিয়ে স্থলভাগের দিকে আসতে আসতে জলীয় বাষ্প সংগ্রহ করে আরও শক্তিবৃদ্ধি হয়েছে তার। মঙ্গলবার সন্ধে বা রাতে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ইতিমধ্যেই ঝড়বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। দুর্যোগ শুরু হয়েছে ওড়িশা এবং তামিলনাড়ুতেও। রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতেও।
এদিকে, অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবার। সেখানে ১৯টি জেলায় ঝড়বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া তিন জেলায় দুর্যোগের কমলা সতর্কতা এবং চার জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিশাখাপত্তনম বিমানবন্দর থেকে বেশ কিছু উড়ান বাতিল করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে ঝড়বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ওড়িশার দক্ষিণ ভাগের আট জেলায়। ওড়িশার গঞ্জাম, গজপটি, কোরাপুট, রায়গড় এবং মালাকানগিরি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতেও দুর্যোগের লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন। এছাড়া পুরী–সহ ওড়িশার ১১ জেলায় জারি রয়েছে ঝড়বৃষ্টির কমলা সতর্কতা।
মঙ্গলবার পশ্চিমবঙ্গের উপকূলবর্তী দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে দমকা হাওয়াও।
মঙ্গলবার সকাল থেকে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের সমুদ্র উত্তাল রয়েছে। দুর্যোগ আরও বৃদ্ধি পাওয়ার আগে দুই রাজ্যেই নিচু এলাকাগুলি থেকে সাধারণ মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে শুরু করেছে প্রশাসন। অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু জানিয়েছেন, সে রাজ্যের ৩,৭৭৮টি গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়বৃষ্টি শুরু হয়েছে তামিলনাড়ুর উপকূলবর্তী কিছু এলাকাতেও। সেখানেও সতর্কতামূলক পদক্ষেপ করতে শুরু করেছে প্রশাসন।
