আজকাল ওয়েবডেস্ক: প্রেমিকাকে ডেকে নিয়ে এসেছিল তাকে নিয়ে পালিয়ে যাবে বলে। কিন্তু শেষপর্যন্ত প্রেমিকাকে এলোপাথাড়ি ক্ষুর চালিয়ে গহনা ও টাকার ব্যাগ নিয়ে চম্পট দিল প্রেমিক (fiance)। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার থানার কামাড়পাড়া গ্রামে। হামলাকারী সুচাঁদ প্রামাণিক ঘটনার পরেই চম্পট দেয়। কিন্তু শেষরক্ষা হয়নি। অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
জানা গিয়েছে, দুই সন্তানের জননী গৃহবধূ ওই প্রেমিকার স্বামী একটি গোডাউনে কাজ করেন। ১৪ বছর আগে তাঁদের বিয়ে হয়েছিল। পাড়ারই যুবক সুচাঁদের সঙ্গে তিনি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। দু'জনে ঠিক করেন পালিয়ে অন্য কোথাও গিয়ে সংসার পাতবেন। সেই হিসেবে সোনা ও টাকা নিয়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে আসেন। কিন্তু জামাকাপড়ের ব্যাগ নিয়ে আসতে পারেননি বলে আবার বাড়ি যেতে চান। তখনই সুচাঁদের সঙ্গে তাঁর কথা কাটাকাটি শুরু হয়। বচসা চলাকালীন আচমকা সুচাঁদ ব্যাগ থেকে ক্ষুর বের করে ওই গৃহবধূকে আঘাত করতে থাকে। এরপর টাকা ও সোনা নিয়ে চম্পট দেয়।
জানা গিয়েছে, কামারপাড়া গ্রামের একটি গলির মধ্যে দাঁড়িয়ে দু'জনের মধ্যে এই বচসা চলছিল। বাঁচার জন্য ওই গৃহবধূ ছুটে গিয়ে একটি বাড়ির দরজায় ধাক্কা দেন। কিন্তু বাড়িতে কেউ না থাকায় দরজা কেউ খোলেননি। কোনওরকমে তিনি এসে সামনের একটি মাঠে লুটিয়ে পড়েন। তাঁর চিৎকার শুনে কয়েকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। পুলিশে খবর যায় এবং তারা এসে অভিযুক্তকে ধরতে তল্লাশি শুরু করে। ধরা পড়ে সুচাঁদ। আহত ওই গৃহবধূকে বর্ধমান মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়েছে।
