আজকাল ওয়েবডেস্ক: গুলি চলল বর্ধমান শহরের উপকণ্ঠে রেনেসাঁ টাউনশিপে। জানা গিয়েছে, একটি বেসরকারি নার্সিংহোমের মালিকের চারচাকা গাড়িতে রাতের অন্ধকারে গুলি চালিয়েছে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। রেনেসাঁ টাউনশিপের ইন আর লিঙ্ক রোডের পাশে দেবজিৎ ঘোষের বাড়ি।
জানা গিয়েছে, শনিবার রাতে তাঁর চারচাকা গাড়িটি বাড়ির সামনে রাখা ছিল। পাশ্ববর্তী একটি বাড়ির সিসিটিভি ফুটেজে দেখে যায় একটি বড় গাড়িতে এসে দুষ্কৃতীরা দেবজিৎ বাবুর গাড়ির পিছনের ডান দিকের কাঁচে গুলি চালায়। গাড়ির ভেতর থেকে এক রাউণ্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে গাড়ির মালিক দেবজিৎ ঘোষ লক্ষ্য করেন গোটা বিষয়টি।
তিনি পুলিশকে জানালে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা সাড়ে ছ'টার সময় গাড়িটি রাখা হয়। গোটা বিষয়টিঅন্তর্ভুক্ত সামনে আসে রবিবার সকাল সাড়ে ন'টা নাগাদ।
