আজকাল ওয়েবডেস্ক: চিকিৎসা গবেষণার ক্ষেত্রে অবদানের জন্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর)-কর্তৃক কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল (সিএমসিএইচ) পূর্ব ভারতের সেরা মেডিকেল কলেজ হিসেবে নির্বাচিত হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে এসএসকেএম হাসপাতাল।
এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিজের এক্স হ্যান্ডলে মমতা লিখেছেন, ''আমি খুবই আনন্দিত যে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর) কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালকে পূর্ব ভারতের সেরা গবেষণা প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করেছে। এসএসকেএম হাসপাতাল দ্বিতীয় স্থানে রয়েছে। সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক অভিনন্দন!'' তিনি আরও লিখেছেন, ''আমি সবসময় বিশ্বাস করি যে বাংলার স্বাস্থ্যসেবা পরিকাঠামো দেশের মধ্যে অন্যতম সেরা, যা সকলের জন্য একটি মডেল। এই স্বীকৃতি আমাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থার প্রতি আমার বিশ্বাসকে আরও দৃঢ় করে তোলে। জয় বাংলা।''
I am very happy to know that the Indian Council of Medical Research (ICMR) has declared Kolkata Medical College Hospital the Best Research Institution in Eastern India.
— Mamata Banerjee (@MamataOfficial)
SSKM Hospital is in the second place.
My heartiest congratulations to all concerned!
I have always…Tweet by @MamataOfficial
যেসব মানদণ্ডের উপর ভিত্তি করে এই তালিকা তার মধ্যে রয়েছে প্রতিটি মেডিকেল কলেজ কতগুলি গবেষণা কাজ করেছে, কতগুলি গবেষণা কাজ সম্পন্ন হয়েছে. কতগুলি গবেষণা কাজ প্রকাশিত হয়েছে, প্রকল্পগুলির জন্য অর্থ পেয়েছেন কিনা, কেন্দ্রীয় তহবিল সঠিকভাবে ব্যবহার করা হয়েছে কিনা।
রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার জন্য আরও সুখবর রয়েছে। সেই কথা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী নিজেই। যক্ষ্মা মুক্ত ভারত অভিযানে পশ্চিমবঙ্গের অসাধারণ ভূমিকার প্রশংসা করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য এবং জনকল্যাণ মন্ত্রক। নিজের ফেসবুক হ্যান্ডলে মমতা লিখেছেন, ''বাংলার জন্য গর্বের মুহূর্ত! ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ১০০ দিনের যক্ষ্মা মুক্ত ভারত অভিযানের আওতায় যক্ষ্মা রাজ্যের অসাধারণ ভূমিকার প্রশংসা করেছে।'' তিনি আরও লিখেছেন, ''প্রাথমিক স্তরে শনাক্তকরণই যক্ষ্মা নির্মূলের মূল চাবিকাঠি। স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং সময়োপযোগী হস্তক্ষেপ নিশ্চিত করার ক্ষেত্রে বাংলার নিরলস প্রচেষ্টার ফলাফল বাস্তবে দেখা যাচ্ছে। নিবেদিতপ্রাণ স্বাস্থ্যসেবা কর্মীদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা, যারা এটি সম্ভব করে দেখিয়েছেন।'' কেন্দ্রপ্রদত্ত শংসাপত্রও ফেসবুকে শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী।
