মিল্টন সেন, হুগলি: পুজোর বাজার করতে যাওয়ার পথে ছিনতাইবাজের খপ্পরে এক মহিলা। অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধার হল সোনার গয়না। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে তারকেশ্বর থেকে ধনেখালি ফেরার পথে ২৩ নম্বর রুটের বাসে।
এদিন সকালে ধনেখালি থানার অন্তর্গত মির্জাপুরের বাসিন্দা প্রভাতী হাজরা পুজোর বাজার করতে তারকেশ্বর গিয়েছিলেন। ফেরার পথে তারকেশ্বর থেকে বাসে ওঠার আগে তিনি তাঁর দুটি সোনার কানের দুল সহ কিছু সোনার গহনা খুলে হাতে থাকা ব্যাগে রাখেন। বাসে চেপে বাড়ি ফেরার পথে চৌতার এলাকায় উনি হঠাৎ লক্ষ করেন ব্যাগের চেন খোলা। দেখেন তাঁর ব্যাগে থাকা সোনার গয়না গুলি আর নেই। উনি সঙ্গে সঙ্গে বাস থেকেই ধনেখালি থানায় যোগাযোগ করেন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় ধনেখালি থানার পুলিশ। শুরু হয় খোঁজ।
এক মহিলাকে সন্দেহ করে তার পিছু নেয় পুলিশ। পুলিশ তাঁকে ফলো করছে বুঝতে পেরে ওই মহিলা পরপর দুটি বাস পরিবর্তন করেন। পুলিশ পিছন ছাড়ে না। অবশেষে তৃতীয় বাসে উঠে মহিলা বুঝতে পারেন শেষ রক্ষা হবে না। ধনেখালির বাশলা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ওই মহিলা বাসের মধ্যেই গয়নাগুলো ফেলে রেখে নেমে যান। সেখান থেকেই উদ্ধার হয় প্রভাতী দেবীর খোয়া যাওয়া যাবতীয় সোনার গয়না। কিছুক্ষণ পরেই উপযুক্ত প্রমাণ পত্র যাচাই করে প্রভাতী হাজার হাতে গহনা গুলি ফেরত দেওয়া হয়।
