মিল্টন সেন, হুগলি: কাজ হবে ফুট ওভার ব্রিজের। তাই বন্ধ রাখা হবে ট্রেন চলাচল। ট্রেন চলাচল বন্ধ থাকবে শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত। ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। ফলে রেল কর্তৃপক্ষের তরফে হাওড়া- তারকেশ্বর ও তারকেশ্বর -আরামবাগ শাখায় একাধিক ট্রেন বাতিল ঘোষণা কিরা হয়েছে। 

 

এদিন পূর্ব রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার রাতে হাওড়া -তারকেশ্বর ও তারকেশ্বর -আরামবাগ শাখায় আপ লাইনে দুটি ও ডাউন লাইনে একটি ট্রেন বাতিল করা হয়েছে। রবিবার সকালে আপ লাইনে দুটি ও ডাউন লাইনে তিনটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। অর্থাৎ শনিবার রাত ১১টা থেকে রবিবার সকাল ছ'টা অবধি আপ ও ডাউন মিলিয়ে মোট আটটি ট্রেন বাতিল করা হয়েছে। 

 

যাত্রীদের উদ্দেশে এদিন সকাল থেকেই রেলের তরফে তারকেশ্বর স্টেশনে এই ট্রেন বন্ধ থাকা সংক্রান্ত ঘোষণা মাইকিং করা হয়। মাইকের পাশাপাশি বিজ্ঞপ্তিও ঝুলিয়ে দেওয়া হয়েছে স্টেশন চত্বরে। অমৃত ভারত প্রকল্পের আওতায় ইতিমধ্যেই তারকেশ্বর স্টেশনে কাজ শুরু হয়েছে। নবরূপে সেজে উঠছে তারকেশ্বর স্টেশন। শুরু হয়েছে ফুট ওভার ব্রিজের নির্মাণ কাজ। সেই ফুট ওভারব্রিজের কাজের জন্যেই শনিবার রাত থেকে রবিবার সকাল অবধি ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হয়েছে। 

 

শনিবার বাতিল করা হয়েছে ৩৮৩৫১ আপ হাওড়া তারকেশ্বর লোকাল, ৩৭৩৯১ আপ তারকেশ্বর আরামবাগ লোকাল এবং ৩৭৩৯৪ ডাউন আরামবাগ তারকেশ্বর লোকাল। রবিবার বাতিল করা হয়েছে ৩৭৪১১ আপ শেওড়াফুলি তারকেশ্বর লোকাল, ৩৭৩৮৫ আপ তারকেশ্বর আরামবাগ লোকাল এবং ৩৭৩১২ ডাউন তারকেশ্বর হাওড়া লোকাল, ৩৭৪১২ ডাউন তারকেশ্বর শেওড়াফুলি লোকাল এবং ৩৭৩৮৬ ডাউন আরামবাগ তারকেশ্বর লোকাল।