আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি নির্দেশ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দলের করা শোকজের জবাব দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির । 
গত কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করেন হুমায়ুন। এর পাশাপাশি পুলিশ প্রশাসনকে এবং তৃণমূল কংগ্রেসের কয়েকজন শীর্ষ নেতার নাম না নিয়েও তাঁদের সম্পর্কেও বিতর্কিত মন্তব্য করেন হুমায়ুন। 

তৃণমূল কংগ্রেস প্রথমে হুমায়ুন সম্পর্কে কড়া মনোভাব না দেখালেও নতুন করে দলীয় শৃঙ্খলারক্ষা কমিটি গঠন হওয়ার পরই হুমায়ুনকে প্রথম শোকজ করা হয়। বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্যায়ের ঘরে গিয়ে সই করে দলের শোকজের চিঠি গ্রহণ করেন হুমায়ুন। এরপরই মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। 

সূত্রের খবর, হুমায়ুনকে দেখে বেশ বিরক্তি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী এবং তাঁকে সংবাদ মাধ্যমে 'বেশি' কথা বলতে নিষেধ করেন।  এর পাশাপাশি তৃণমূল সুপ্রিমো হুমায়ুনকে নির্দেশ দেন তিনি যেন দ্রুত দলের করা শোকজের উত্তর দেন। 

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর হুমায়ুন গতকালকেই জানিয়েছিলেন শুক্রবারের মধ্যে তিনি দলকে লিখিতভাবে শোকজের জবাব জানাবেন। শুক্রবার দলের শৃঙ্খলারক্ষা কমিটির আহ্বায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে নিজের লিখিত বক্তব্য জমা করেন হুমায়ুন। 

শোকজের উত্তর জমা করার পর হুমায়ুন বলেন, 'শোকজ করে দলের তরফ থেকে আমার কাছে কয়েকটি বিষয় জানতে চাওয়া হয়েছিল। দলকে আমি জানিয়েছি আমি ইচ্ছাকৃতভাবে কাউকে অসম্মান বা দলের সম্মানহানি করতে চাইনি।  আমার মন্তব্যে দল বা নেতৃত্ব যদি অসম্মানিত হয়ে থাকে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী।'