আজকাল ওয়েবডেস্ক: রোদ ঝলমলে আকাশ উধাও। গতকাল ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল কলকাতা সহ জেলায় জেলায়। বুধবার সকাল থেকে ফের আকাশের মুখভার। দফায় দফায় বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী কয়েকদিনে এই বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়া যাবে না। একাধিক জেলায় চলতি সপ্তাহ জুড়েই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে সতর্কতাও। এমনকী কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে।
বুধবার ভোর সাড়ে পাঁচটার পর থেকে আগামী দু'-তিন ঘণ্টার মধ্যে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াও বইছে। কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতেও হালকা বৃষ্টি হয়েছে।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস। আজ আকাশ মূলত মেঘলা থাকবে। দিনভর দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সর্বত্র।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ বুধবার দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই চার জেলায় হলুদ সর্তকতা জারি রয়েছে। পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
আগামিকাল বৃহস্পতিবার বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পুরুলিয়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা। আগামী
শুক্রবার শুধুমাত্র বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই দুই জেলায় হলুদ সর্তকতাও রয়েছে। আগামী শনিবার থেকে সোমবারের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমে যাবে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: টানা তিন মাস বাতিল ১৬টি দূরপাল্লার ট্রেন! শীতের ছুটির টিকিট কাটার আগে না জানলে বিপদ, বড় ঘোষণা রেলের
অন্যদিকে আজ বুধবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
আগামিকাল বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। আগামী শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও কোচবিহারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ও রবিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কমবে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। আগামী সোমবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ফের শুষ্ক আবহাওয়া থাকবে।
প্রসঙ্গত, বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় মান্থার দাপটে তছনছ অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে ল্যান্ডফলের পর এই ঘূর্ণিঝড় শক্তি কমিয়ে ওড়িশার দিকে যাবে। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু ও ছত্তিশগড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই ঘূর্ণিঝড়ের কারণেই বাংলার আবহাওয়ায় অক্টোবরের শেষ সপ্তাহে এহেন পরিবর্তন দেখা গেল।
