আজকাল ওয়েবডেস্ক: বর্ষা বিদায়ের পরেও বৃষ্টি থেকে রেহাই নেই। উৎসবের আবহে আবারও বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়। রবিবাসরীয় সকাল থেকে মেঘলা আকাশ থাকবে একাধিক জেলায়। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিও হতে পারে উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে বাংলায় নতুন করে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস নেই। তুমুল বৃষ্টির সম্ভাবনা বর্তমানে আর নেই। 

 

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। মূলত পরিষ্কার আকাশ থাকবে শহরে। কলকাতা ও সংলগ্ন এলাকায় এদিন বৃষ্টির সম্ভাবনা নেই। প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। 

 

ভারতের মৌসম ভবন জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে। এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে আগামী ৪৮ ঘণ্টায়। ২৪ অক্টোবর গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এই সিস্টেম উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে। এই গভীর নিম্নচাপের জেরে একাধিক রাজ্যে ভারী বৃষ্টি হতে পারে। 

 

তবে বাংলায় এর কোনও প্রভাব পড়বে না। চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা আপাতত নেই বাংলায়। বর্ষা বিদায় নিতেই শুষ্ক আবহাওয়ার মরশুম শুরু রাজ্য জুড়ে। আগামী কয়েকদিনে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে আবারও তাপমাত্রার পারদ নামতে পারে। কালীপুজোর আগেই বাংলার তাপমাত্রার বদল হয়েছে। শনিবার দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। পাহাড়ি এলাকায় আগামী কয়েকদিনে তাপমাত্রা খানিকটা কমতে পারে। 

 

আরও পড়ুন: হাতের চ্যানেলে দেওয়া ওষুধেই সব শেষ! ৩০ বছরের মহিলা চিকিৎসকের মৃত্যুর আসল কারণ কী? প্রকাশ্যে ময়নাতদন্তের রিপোর্ট

 

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে এই তিন জেলায় সতর্কতা জারি হয়নি। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। 

 

অন্যদিকে আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার কোনও সতর্কতা নেই এই তিন জেলায়। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। 

 

সোমবার থেকে আবারও বদলে যাবে আবহাওয়া। আগামিকাল সোমবার আংশিক মেঘলা আকাশ হলেও মঙ্গলবার থেকে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। বাংলার কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার কালীপুজো, দীপাবলি এবং ভাইফোঁটা সহ আগামী বুধবার পর্যন্ত উৎসবের মরশুমে আর বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে এবার দীপাবলির আনন্দ ভেস্তে দেবে না বৃষ্টি।