আজকাল ওয়েবডেস্ক: সকাল থেকে আবহাওয়া ছিল একেবারে অন্যরকম। টানা বর্ষণের পর বৃহস্পতিবার থেকেই বদল হয় আবহাওয়ার। ঝকঝকে আকাশ, গরম ভাব। শুক্রবার সকালেও তেমনই ছিল আকাশ। তবে বেলা বাড়তেই বদলে গেল আবহাওয়া। দুপুরের দিকে কলকাতায় শুরু হয়েছে ঝেঁপে বৃষ্টি। সঙ্গে মেঘের গর্জন।
উত্তরবঙ্গের জেলায় জেলায় শুক্রবার বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে শনিবার উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা। ২০ থেকে ২১ জুলাই, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুর দুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদহে কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবন।
আরও পড়ুন: সকাল থেকেই রোদ-ভ্যাপসা গরম, বেলা বাড়লেই ঝেঁপে বৃষ্টি নামবে এইসব জায়গায়, তালিকায় কি আপনার জেলাও?
হাওয়া অফিসের দুপুরের আপডেট, শুক্রবার দার্জিলিং, কালিম্পং ছাড়া রাজ্যের সব জেলাতেই বৃষ্টির হলুদ সতর্কতা। বৃষ্টির সঙ্গেই ঝড়, বজ্রবিদ্যুতের সতর্কতা। শনিবারেও জেলায় জেলায় সতর্কতা। বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, দুই চব্বিশ পরগনা, ঝাড়গ্রামে হলুদ সতর্কতা, বৃষ্টী-বজ্রবিদ্যুতের। হলুদ সতর্কতা কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরদিনাজপুরে। এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়িতে।
২১ জুলাই অর্থাৎ রবিবার বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমানে বৃষ্টি সঙ্গে বজ্রপাতের সম্ভাববা। জারি হলুদ সতর্কতা। উত্তর দিনাজপুরেও হলুদ সতর্কতা। রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা ভারী থেকে অতিভারী বৃষ্টির। অর্থাৎ আগামী দিনগুলিতেও দুর্যোগ জারি থাকবে উত্তরের জেলাগুলিতে।
২১ জুলাই, সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং জেলায় জারি হলুদ সতর্কতা। হাওয়া অফিস আগেই জানিয়েছিল, দক্ষিণের জেলাগুলিতে এখনই তুমুল দুর্যোগের আশঙ্কা না থাকলেও, রেহাই নেই ঝড়-বৃষ্টি থেকে। তাই সঙ্গে ছাতা, রেইনকোট রাখাই উচিত। অতিরিক্ত বৃষ্টিতে ধসের সম্ভাবনা। দৃশ্যমানতা কমার সতর্কতা জারি হয়েছে। একই সঙ্গে উত্তর দক্ষিণ দুই বঙ্গেই শাক সবজি, ফসলের ক্ষতির সম্ভাবনার কথা জানানো হয়েছে। হাওয়া অফিসের তরফে।
শুক্রবার সকালে কলকাতার আবহাওয়া ছিল একেবারে অন্যরকম। টানা বৃষ্টির স্বস্তির পরে, ফের গলদঘর্ম পরিস্থিতি। কিন্তু শুক্রবার দিনভর, সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া? বৃষ্টি কি ফিরবে নতুন ইনিংস নিয়ে? নাকি আবার ফের রোদ-ঘামের জীবন শুরু হতে চলেছে? আকাশের মেঘ কেটে যেতেই প্রশ্ন ঘুরছে বৃহস্পতিবার থেকেই। তবে শুক্রবারের আবহাওয়া আপডেটে তার কিছুটা উত্তর মিলেছে। বোঝা গিয়েছে, আগামী দিনে উত্তর এবং দক্ষিণ, দুই বঙ্গে কেমন থাকতে পারে আবহাওয়া। দুপুরেই আগামী কয়েকদিনের হাওয়ার পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর।
একই সঙ্গে হাওয়া অফিস এদিন জানিয়েছে, ১ জুন থেকে ১৮ জুলাই পর্যন্ত বৃষ্টির পরিমাণ। অর্থাৎ এই সময়কালে রাজ্যের কোন জেলায় কতটা বৃষ্টি হয়েছে তার হিসেব। তাতে জানানো হয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, এই তিন জেলায় প্রয়োজনের থেকে অতিরিক্ত বেশি বৃষ্টি হয়েছে। রাজ্যের চার জেলায় বৃষ্টি থেকে প্রয়োজনের থেকে বেশি। আট জেলায় গত কয়েকদিনে বৃষ্টি হয়েছে স্বাভাবিক পরিমাণে। ছয় জেলায় প্রয়োজনের থেকে কম বৃষ্টি হয়েছে। ছয় জেলায় উত্তরের। সেগুলি হল দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, উত্তরদিনাজপুর। কেবল উত্তরের কালিম্পং জেলায় স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে।
