আজকাল ওয়েবডেস্ক: মহালয়ায় দেবী দুর্গা আসেন আবার মহালয়াতেই ফিরে যান। অভিনব এক দুর্গাপুজো। একদিনের এই পুজো হয় আসানসোলে।

 

 

আসানসোলের বার্ণপুরের দামোদর নদের তীরে ধেনুয়া গ্রামে রয়েছে কালিকৃষ্ণ যোগাশ্রম। সাধারণত মহালয়াতে হয় দেবীর চক্ষুদান। কিন্তু এই আশ্রমে মহালয়াতে একদিনের দুর্গাপুজো হয়। এ বছর মহালয়া পড়েছে বুধবার। প্রতিবারের মতো ভোর থেকে শুরু দুর্গাপুজো। সকালে নবপত্রিকা স্বানের মাধ্যমে সপ্তমী পুজো শুরু হয়। একদিনেই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী সব পুজো হয়। একদিনের এই দুর্গাপুজো দেখতে বহু মানুষ দূরদূরান্ত থেকে আসেন ধেনুয়া গ্রামে।

 

 

কীভাবে শুরু হল এই দুর্গাপুজো? আশ্রমের সেবাইত নারায়ণ দত্ত জানালেন সে কথা। তিনি বলেন ১০৭৯  সালে একদিনের দুর্গাপুজোর সূচনা হয়। সেই সময় তেজানন্দ ব্রহ্মচারী মহারাজ মায়ের স্বপ্নাদেশ পেয়ে এই পুজোর সূচনা করেছিলেন। সেই রীতি চলে আসছে আজও। তবে একচালার দেবী দুর্গার সঙ্গে গণেশ, কার্তিক, লক্ষী ও সরস্বতী কেউ থাকে না। দুর্গার সঙ্গে কেবল তাঁর দুই সখী জয়া ও বিজয়া থাকে।এখানে একদিনেই সারা ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীর পুজো।পুজো শেষে দিনের দিনই নবপত্রিকার বিসর্জন দেওয়া হয়। তবে দুর্গা প্রতিমাকে রেখে দেওয়া হয়।

 

 

বাঙালির চিরাচরিত রীতি অনুযায়ী দশমীতে বিসর্জন হয় দুর্গার। অন্যান্য প্রতিমার সঙ্গে এই প্রতিমাকেও বিসর্জন দেওয়া হয় দশমীর দিনেই।