আজকাল ওয়েবডেস্ক: মাধ্যমিকের তিন মাস আগে টেস্ট পরীক্ষার পর শুরু হয় ফর্ম ফিল আপ পর্ব। জীবনের প্রথম বড় পরীক্ষার আগে নিজেদের নথিভুক্ত করার প্রক্রিয়া চলে। সাধারণত, গোটা একটা দিন ধরে স্কুলে এই প্রক্রিয়া চলে। শিক্ষকদের উপস্থিতিতে পড়ুয়ারা ফর্ম ফিল আপ করে পরীক্ষার জন্য নিজেদের নাম নথি ভুক্ত করে।
কিন্তু গোটা দিন নষ্ট করে লাইন দিয়ে ফর্ম ফিল আপ আর করতে হবে না। এক বিজ্ঞপ্তিতে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিল, এবার থেকে অনলাইনেই ফর্ম ফিল আপ করতে পারবেন পড়ুয়ারা। শনিবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।সেখানে জানিয়ে দেওয়া হয় এবার অনলাইনে মাধ্যমিকের ফর্ম ফিল আপ করা হবে। www.wbbsedata.com. এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবেন পরীক্ষার্থীরা।
জানানো হয়েছে, ডিসেম্বর মাসের দুই তারিখ থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন পরীক্ষার্থীরা। ফর্ম ফিল আপ প্রক্রিয়া চলবে আট তারিখ রাত বারোটা পর্যন্ত। প্রসঙ্গত, ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শুরু হবে প্রথম ভাষা দিয়ে। পরীক্ষা শেষ ২৪ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয় দিয়ে।
