আজকাল ওয়েবডেস্ক: সামনেই বিধানসভা উপনির্বাচন। তার আগে রাজ্যে নজিরবিহীন ঘটনা। নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে-র সমর্থনে বিশেষ বার্তা ময়দানের তিন প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান সহ আইএফএ-র। সাম্প্রতিক কালে এরকম ঘটনা দেখা যায়নি রাজনীতি এবং ক্রীড়া জগতে। দেশের প্রায় প্রত্যেক রাজ্যেই ক্রীড়া এবং রাজ্য প্রশাসনের মধ্যে সুসম্পর্ক রয়েছে। এখানেও তার ব্যতিক্রম নেই। কিন্তু নির্বাচনের আগে প্রার্থীকে সরাসরি সমর্থনের ঘটনা সাম্প্রতিককালে চোখে পড়েনি। এদিন তৃণমূল কংগ্রেসের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করা হয়।

 

 

সেখানে দেখা যাচ্ছে, নৈহীটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সনৎ দে-র সমর্থনে বার্তা দিয়েছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত, ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার এবং মহামেডান কর্তা কামারুদ্দিন। বক্তব্য শোনা গিয়েছে আইএফএ সচিব অনির্বাণ দত্ত, প্রাক্তন ফুটবলার সংগ্রাম মুখার্জিরও। মোটামুটি সকলের বক্তব্যের সারমর্ম একই। ফুটবল কর্তাদের কথায়, সনৎ অত্যন্ত ভাল একজন ফুটবল সংগঠক। বর্তমানে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান তিন ক্লাবের ম্যাচ পড়ে নৈহাটি স্টেডিয়ামে। সেখানে খেলতে গিয়ে সনতের সাহায্য বিপুল ভাবে মিলেছে বলে জানাচ্ছেন কর্তারা। 

 

 

কখনও কোনও অসুবিধার মুখে পড়লেই এগিয়ে এসেছেন নৈহাটি বিধানসভার তৃণমূল প্রার্থী। মোহনবাগান সচিব দেবাশিস দত্তর কথায়, ‘উনি নৈহাটি স্টেডিয়ামটাকে যেভাবে উন্নতি করিয়েছেন তা সত্যিই দেখবার মত। মোহনবাগান যখনই নৈহাটিতে খেলতে গিয়েছে ওনার সাহায্য পেয়েছি’। ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারও সহমত পোষণ করেছেন। প্রাক্তন ফুটবলার সংগ্রাম মুখার্জি জানিয়েছেন, ‘মানুষটা খুব কাছের। আমি চাইব দাদা বিপুল ভোটে জয়ী হোক’।