আজকাল ওয়েবডেস্ক: ফের রেষারেষির জেরে ঘটল বাস দুর্ঘটনা। এবার ঘটনাস্থল হাওড়া শিবপুরের কাজীপাড়া মোড়ে ফোরশোর রোডে। শনিবার সন্ধ্যায় রেষারেষি করতে গিয়ে রাস্তার ধারে বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে একটি বাস। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ থেকে ৩০ জন যাত্রী। তাঁদের নিয়ে হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। এঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। তাঁরা এবং স্থানীয়রা উদ্ধার করে আহতদের হাসপাতালে নিয়ে যান। এদিকে দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। 

 

জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় ধর্মতলা থেকে দানেশ শেখ লেন যাওয়ার সময় একই রুটের দুটি বাস রেষারেষি করতে গিয়ে তীব্র গতিতে ছুটছিল। শেষপর্যন্ত নিয়ন্ত্রণ করতে না পেরে একটি বাসের চালক সরাসরি বাস নিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে একটি বিদ্যুতের খুঁটিতে। এত জোরে ধাক্কা লাগে যে ধাক্কার অভিঘাতে দুর্ঘটনাগ্রস্ত বাসটি ফের ফুট চারেক পিছিয়ে যায়। বিকট শব্দ হতেই ছুটে আসেন স্থানীয়রা। 

 

স্থানীয় বাসিন্দা অভিষেক চট্টোপাধ্যায় জানিয়েছেন, 'এদিন সন্ধ্যায় ফোরশোর রোডের ৫ নম্বর গেটের সামনে দানেশ শেখের দিকে যাওয়ার সময় একটি বাস এই দুর্ঘটনার কবলে পড়ে। বাসটি সোজা ধাক্কা মারে রাস্তার ধারে একটি বিদ্যুতের খুঁটিতে। এরপর সেই ধাক্কার অভিঘাতে ফের চার ফুটের মতো পিছিয়ে যায়। সৌভাগ্যজনকভাবে ঘটনার জেরে কোনও প্রাণহানি হয়নি। বাসের বহু যাত্রী জখম হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে হাত লাগাই।' 

 

আরও পড়ুন: হল না শুভদৃষ্টি, দূর থেকেই ছুড়লেন মালা, বিয়ের পিঁড়িতে বসেও একের পর এক অপমান পাত্রীর, শেষমেশ কী হল?

 

আহত বাসের যাত্রী আহত আতিফ নওয়াজ বলেন, 'সাধারণ যাত্রী ছাড়াও আগামিকাল রবিবার ছুটির জন্য শনিবার অনেকেই বাড়ি ফিরছিলেন। রাস্তা ফাঁকা থাকায় তাঁরা চালককে দ্রুত গতিতে গাড়ি চালাতে বলেন। চালকও তাঁদের কথা শুনে গাড়ির গতি বাড়িয়ে দেন। এরপর ফোরশোর রোডে সিগন্যাল পার হতে গিয়ে হঠাৎ বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সোজা একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। আমি এবং আমার বন্ধু সামনের দিকে বসে ছিলাম। আচমকা ধাক্কায় ছিটকে গিয়ে বাসের কাঁচে গিয়ে পড়লে মাথায় আঘাত লেগে যথেষ্ট আহত হই। আমরা ছাড়াও বাসের বহু যাত্রী জখম হয়েছেন।' 

জানা গিয়েছে, আচমকা ধাক্কায় বাসের প্রায় সমস্ত যাত্রী ছিটকে পড়েন। গোটা বাস জুড়ে আহতদের আর্তনাদে ভরে যায়। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে আহত যাত্রীদের দেখতে যান হাওড়া সিটি পুলিশের ডিসি ট্রাফিক সুজাতা কুমারী বীণাপাণি। তিনি জানিয়েছেন, ধর্মতলা থেকে দানেশ শেখ লেনের রুটের বাস ফরশোর রোড দিয়ে দানের শেখ লেনের দিকে যাওয়ার সময় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাঁদিকের একটি দোকানে ধাক্কা দেয়। দুর্ঘটনায় বেশ কয়েকজন বাসের যাত্রী জখম হন। এর মধ্যে দু'জনকে হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনায় মোট ১৪ জন আহত হন। দুর্ঘটনার মামলা রুজু করা হয়েছে। তদন্ত চালাচ্ছে পুলিশ।