অরিন্দম মুখার্জি, পুরুলিয়া: ছুরির আঘাতে গুরুতর জখম এক তৃণমূল নেতা। হাসপাতালে চিকিৎসাধীন তিনি। বুধবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বলরামপুর শহরের শরাই গ্রাম সংলগ্ন এলাকায় । আহত তৃণমূল নেতার নাম গৌতম রজক। বলরামপুর ব্লক তৃণমূল এসসি সেলের সভাপতি পদে রয়েছেন তিনি।

অভিযোগ, এদিন পান দোকানের বাইরে বসেছিলেন গৌতম রজক। হঠাৎ বলরামপুর এলাকার বিজেপি কর্মী হিসেবে পরিচিত বিলাস প্রামানিক ছুরি হাতে তাঁর উপর চড়াও হয় । ছুরি দিয়ে পেটে আঘাত করলে গুরুতর জখম হয়ে পড়েন গৌতম। সেই সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত বিলাস পরামানিক।

তাঁকে প্রথমে বলরামপুর বাঁশগড় গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাত গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। খবর পাওয়ার পর পুরুলিয়া দেবেন মাহাত গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটে আসেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, সহ-সভাধিপতি সুজয় ব্যানার্জি সহ পুরুলিয়া জেলা পরিষদের সকল কর্মাধ্যক্ষ কর্মাধ্যক্ষাগন।