আজকাল ওয়েবডেস্ক: চা খেয়ে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীদের আক্রমণে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদের সালার থানার মালিহাটি -মিল্কিপাড়া গ্রামে। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম আলাই শেখ। সালার থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে কান্দি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে সালার থানার পুলিশ।

 

স্থানীয় সূত্রে খবর, সোমবার সন্ধে নাগাদ কান্দ্রা বাসস্ট্যান্ডের কাছে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন আলাই শেখ নামে ওই তৃণমূল কর্মী। চা খেয়ে বাড়ি ফেরার সময় হঠাৎ পাঁচ-ছ’জন দুষ্কৃতী ওই তৃণমূল কর্মীকে ঘিরে লাঠিপেটা করে। গুরুতর আহত অবস্থায় আলাইকে উদ্ধার করে প্রথমে সালার হাসপাতাল এবং পরে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে খবর, আলাইকে দুষ্কৃতীদের হামলার হাত থেকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আর একজন।

 

ঘটনায় ভরতপুর-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি আবুল হোসেন বলেন, ‘মৃত ব্যক্তি আমাদের দলের সক্রিয় কর্মী ছিলেন। কী কারণে তাকে খুন হতে হল পুলিশ তা তদন্ত করে দেখছে’। মৃত ব্যক্তির এক ভাইপো রউফ শেখের দাবি, ‘আমার কাকা আলাইকে যে দুষ্কৃতীরা খুন করেছে তারা সপ্তমীর রাতে আমাকে খুন করার চেষ্টা করেছিল। কী কারণে এই ঘটনা ঘটেছে পুলিশ তা তদন্ত করে দেখুক’। জানা গিয়েছে, আলাই শেখ এলাকার তৃণমূল কংগ্রেস সভাপতি মুস্তাফিজুর রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। অভিযোগের তীর তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের অনুগামীদের দিকে।