আজকাল ওয়েবডেস্ক : ভরা গঙ্গায় বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে একসঙ্গে নদীতে তলিয়ে গেল দুই কিশোর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত ঔরঙ্গাবাদ গার্লস হাই স্কুল ঘাটে।

 
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান," ইতিমধ্যে সুতি থানার পুলিশ উদ্ধারকাজ শুরু করেছে। খবর দেওয়া হয়েছে এনডিআরএফ টিমকে। তবে দীর্ঘক্ষণ হয়ে গেলেও নিখোঁজ দুই কিশোরের সন্ধান পাওয়া যায়নি।"

 
পুলিশ সূত্রে খবর, নিখোঁজ দুই কিশোরের নাম বকুল শেখ (১৪) এবং সাজিদ শেখ (১২) । তাদের দু'জনেরই বাড়ি সুতির মহেন্দ্রপুর গ্রামে।  স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুর একটা নাগাদ বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ঔরঙ্গাবাদ গার্লস হাই স্কুল ঘাটে আরও কয়েকজন বন্ধুর সঙ্গে স্নান করতে এসেছিল বকুল এবং সাজিদ। 


স্থানীয় বাসিন্দারা আরও বলেন, ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ অতিরিক্ত জল ছাড়ার ফলে এই মুহূর্তে গঙ্গা নদীতে জলস্তর অত্যন্ত বেশি রয়েছে। বকুল, সাজিদ এবং আরও কয়েকজন কিশোর নিয়মিত ওই ঘাটে স্নান করলেও জল বেশি থাকায় আজ স্নান করতে নেমে দুই বন্ধু হঠাৎই তলিয়ে যায়।  সেই সময় ঘাটের ধারে উপস্থিত ওই দুই কিশোরের কয়েকজন বন্ধু বিষয়টি লক্ষ্য করে চিৎকার চেঁচামেচি শুরু করলেও বকুল এবং সাজিদকে উদ্ধার যায়নি। সকলের সামনেই তারা ভরা গঙ্গা নদীতে তলিয়ে যায়।