আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলের সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি নামতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আজ সকালের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও নদিয়া জেলায়।
ঝোড়ো হাওয়া বইবে প্রায় ৪০ কিলোমিটার বেগে। সকালের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদাতেও। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপ তৈরি হবে মধ্য বঙ্গোপসাগরে। তবে গরম এখনই কমছে না। আরও ২৪ ঘণ্টা তীব্র গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।
বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার থেকে দেশে শুরু হচ্ছে বর্ষা বিদায় পর্ব। ইতিমধ্যেই রাজস্থান এবং কচ্ছের কিছু এলাকা থেকে বিদায় নিয়েছে মৌসুমী বায়ু। অন্যদিকে, জোড়া ঘূর্ণাবর্ত গিয়ে মিশেছে মধ্য বঙ্গোপসাগরে। যার কারণে সৃষ্টি হবে নিম্নচাপের।
রোদের প্রভাব আজ থেকে কিছুটা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। মঙ্গলবার কলকাতায় মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি বাড়বে। বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
