আজকাল ওয়েবডেস্ক: অক্টোবরেই পরপর দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো। দুর্গাপুজোর আগে থেকেই প্রবল বর্ষণের সতর্কতা ছিল। বৃষ্টিতে ভিজেছে রাজ্যের জেলাগুলি। হাওয়া অফিস বলছে, অক্টোবরের শেষ দিনে, কালীপুজোয়ও রেহাই নেই বৃষ্টি থেকে।
মঙ্গলবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কালীপুজোর দিন কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলা। কালী পুজোর দিন হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং সহ উত্তরের পাঁচ জেলাতেও।
কালীপুজো বৃষ্টিতে কাটলেও, কী হবে ভাইফোঁটায়? সেদিনও কি বৃষ্টির সম্ভাবনা? হাওয়া অফিস জানিয়েছে, ভাইফোঁটার দিন অর্থাৎ রবিবার বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং সহ উত্তরের পাঁচ জেলাতে সামান্য বৃষ্টির সম্ভাবনা।
একই সঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে, নভেম্বরের শুরু থেকেই শুষ্ক আবহাওয়ার প্রভাব রাজ্যে। তাপমাত্রা ক্রমশ কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কমতে থাকবে। বৃষ্টির সম্ভাবনা কার্যত থাকবে না আগামী মাসে।
তবে কালীপুজোর পর থেকে রাজ্যে আর বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা আগামী ৪৮ ঘণ্টায়।
