আজকাল ওয়েবডেস্ক:‌ প্রেমিকার বাড়িতে গভীর রাতে অভিসারে গিয়ে আক্রান্ত যুবক! চোখের গভীর ক্ষত নিয়ে ভর্তি হাসপাতালে। উত্তেজনা প্রভাসনগরে। প্রেমিকার বাবার দোকান ভাঙচুর করেছে স্থানীয় জনতা। ঘটনাস্থলে নেমেছে পুলিশ ও র‌্যাফ। মারধরে অভিযুক্ত প্রেমিকার দাদাকে জনতার মারের হাত থেকে বাঁচিয়ে নিয়ে যায় পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রভাসনগর চাকলাপাড়ায় বাড়ি বৈদ্যরাজ বন্দ্যোপাধ্যায়ের (২৫)। যুবকের সঙ্গে ঘোড়ামারা মল্লিপাড়ার এক তরুণীর
 দীর্ঘদিনের সম্পর্ক ছিল। এদিকে, তরুণীর অন্য পাত্রের সঙ্গে বিয়ে ঠিক করে তাঁর পরিবার। আগামী ৪ ডিসেম্বর ছিল বিয়ের দিন। 

 

আরও পড়ুন:‌ রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কে বিপুল আর্থিক দুর্নীতির অভিযোগ, গ্রেপ্তার ব্যাঙ্কের দুই কর্মচারী 


এদিকে, গত বুধবার রাত ১.১৫ নাগাদ তরুণী তাঁর প্রেমিককে বাড়িতে ডাকে। যুবক সেখানে গিয়ে হাজির হয়। দু’‌জন ঘরের মধ্যে ছিল। যা টের পেয়ে যায় তরুণীর দাদা। যুবককে ধরে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। যার জেরে যুবকের ডান চোখে গভীর ক্ষত তৈরি হয়। আহত যুবককে ওয়ালস হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখান থেকে মেডিকেল কলেজে ভর্তি করা হয়। 


যুবকের পরিবারের দাবি, তাঁর একটা চোখ নষ্ট হয়ে যেতে পারে। এদিকে, ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে। তরুণীর দাদাকে মারধর করতে শুরু করে উত্তেজিতরা। খবর পেয়ে শ্রীরামপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায়। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।


প্রেমিক যুবককে মারধরের ঘটনায় শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।