নিজস্ব সংবাদদাতা: 'আবার বসন্ত বিলাপ' ছবির মাধ্যমে অভিনয় জীবনে পথচলা শুরু অনুভব কাঞ্জিলালের। এরপর একে একে সিরিজ থেকে ধারাবাহিকেও পরিচিত মুখ হয়ে উঠেছেন অনুভব। সম্প্রতি, আবারও ফিরেছেন বড়পর্দায়। পরিচালক সায়ন বন্দ্যোপাধ্যায়ের ছবি 'দোআঁশ'-এ দেখা গিয়েছিল তাঁকে। 

 

 

এদিকে বেশকিছু ধরেই টলিপাড়ার অন্দরে খবর, আর অভিনয় নয়, নতুন ভূমিকায় দর্শকের সামনে আসতে চলেছেন তিনি। এবার নাকি টলিউডকে ক্যামেরার পিছন থেকে দেখবেন অনুভব। পরিচালনায় আসছেন খুব তাড়াতাড়ি। 

 

 

মাথায় বিভিন্নরকম গল্প থাকলেও ঠিক কোন ছবি পর্দায় ফুটিয়ে তুলছেন অনুভব? এই বিষয়ে আজকাল ডট ইন-কে তিনি বলেন, "সিনেমা দর্শকের কৌতূহল মেটানোর একটা মাধ্যম বলে আমি মনে করি। আমাদের ইন্ডাস্ট্রির গহীনের গল্প জানতে সবাই চান, কিন্তু আসল তথ্যটা কখনও পরিস্থিতির চাপে, কখনও আবার অজান্তেই সবার সামনে আসেনা। তাই প্রশ্নের উত্তর অধরাই থেকে যায়। আমার ছবির গল্পে থাকবে টলিউডের অজানা কথা, তেমনই আবার ফুটে উঠবে বাস্তব পরিস্থিতিও।"

 

 

অনুভব জানান, এই মুহূর্তে চিত্রনাট্যের কাজ চলছে। অভিনেতা নির্বাচন পর্ব এখনও শুরু হয়নি।এই ছবি বাংলা ইন্ডাস্ট্রিকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে বলে বিশ্বাস অনুভবের। 

 

 

সূত্রের খবর, মনোজ মিশিগানের হিন্দি ছবিতে বলি অভিনেত্রী বিদ্যা বালানের সঙ্গে এক ফ্রেমে দেখা যেতে পারে অনুভবকে। থ্রিলার ঘরানার এই ছবির পরিকল্পনাও যদিও একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে।