নিজস্ব সংবাদদাতা: টলিউড ছেড়ে বলিউডে পাড়ি দিয়েছেন টলিপাড়ার বহু অভিনেতারা। কাজের সুযোগ এলে অবশ্য ফেরেন চেনা ইন্ডাস্ট্রিতেই। তবে বর্তমানে সুযোগের সন্ধানে বহু অভিনেতাই মুম্বইবাসী।
 
 টলিপাড়ার পরিচিত মুখ অপ্রতীম চট্টোপাধ্যায় এবার বলিউডে। কিছুদিন আগেই জানা গিয়েছিল নীরজ পাণ্ডে পরিচালিত 'খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার'-এ দেখা যাবে অভিনেতাকে। এই খবর আজকাল ডট ইন-ই প্রথম প্রকাশ্যে এনেছিল। এবার আরও একটি বলিউডের কাজে দেখা যাবে অপ্রতীমকে। 
 
 সূত্রের খবর, ওটিটি প্ল্যাটফর্ম 'অ্যামাজন প্রাইম'-এ আসছে একটি 'মিনি সিরিজ'। পরিচালনায় সোনি তারাপোরেওয়ালা। গল্প এগোবে কলকাতার একটি পুরনো বাড়ি ও যৌথ পরিবারকে কেন্দ্র করে। বাড়ির কর্তার ভূমিকায় রয়েছেন বর্ষীয়ান 
 
 অভিনেতা বরুণ চন্দ। তাঁর ছেলের ভূমিকায় দেখা যাবে অপ্রতীমকে। এছাড়াও রয়েছেন বেশকিছু বলিউডের পরিচিত মুখ। 
 
 গল্পে দেখানো হবে, যৌথ পরিবারে ভাঙন ধরেছে। আর তাই বাবাকে বাড়ি বিক্রির জন্য চাপ দিচ্ছে ছেলে। কিন্তু বাবা কিছুতেই বাড়ি বিক্রির কথায় রাজি নন। পুরনো ঐতিহ্যকে আঁকড়েই বাঁচতে চান তিনি। বাবার সঙ্গে রয়েছেন তাঁর মেয়েরা। কিন্তু কী হবে শেষমেশ? সেই উত্তর মিলবে মিনি সিরিজেই। 
 
 ইতিমধ্যেই শেষ হয়েছে শুটিং। কিন্তু নাম এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। সবকিছু ঠিক থাকলে আগামী বছর অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে সিরিজটি।
 
 নতুন কাজ প্রসঙ্গে আজকাল ডট ইন-কে অপ্রতীম বলেন, "টলিউড, বলিউড সব ক্ষেত্রেই কাজ করতে পছন্দ করি। তবে এই মুহূর্তে টলিউডে কাজের জন্য কেউ ডাকছে না। ডাকলেই আবারও করব।"
 
 প্রসঙ্গত, এই মুহূর্তে কালার্স বাংলার ধারাবাহিক 'ফেরারি মন'-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতাকে।
