নিজস্ব সংবাদদাতা: ছোটপর্দার পরিচিত মুখ দেবাদৃতা বসু। বরাবরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে রাখঢাক পছন্দ করেন না অভিনেত্রী। তাই অভিনেতা রাহুল দেব বসুর সঙ্গে প্রেমের সম্পর্কও কোনওদিন আড়ালে রাখেননি তিনি। মাঝেমধ্যেই নিজের কাটানো মিষ্টি মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করে সোশ্যাল মিডিয়ায় ভাগ করেন এই তারকা জুটি।
বৃহস্পতিবার দেবাদৃতার জন্মদিন। এই বিশেষ দিনের শুভেচ্ছায় সোশ্যাল মিডিয়ায় দেবাদৃতার সঙ্গে একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন রাহুল। সঙ্গে লিখেছেন, 'দেবাদৃতার মতো এমন একজন সৎ ও ভাল মনের মানুষ আগে দেখিনি। আমার জীবন ধন্য, এমন একজন মানুষের সঙ্গে পরিচয় হয়ে।'
প্রেমিকার জন্মদিনে কী বিশেষ পরিকল্পনা করেছেন রাহুল? আজকাল ডট ইন-কে অভিনেতা বলেন, "প্রথমে আমার বাড়িতে দেবাদৃতা আসবে, এখানে ছোট করে সেলিব্রেশনের আয়োজন করেছি। তারপর ওকে নিয়ে ডেটে যাব। সেটা ওর জন্য সারপ্রাইজ। খুব ফিল্মি দেবাদৃতা। তাই ওর পছন্দের কথা মাথায় রেখেই এই পরিকল্পনা করেছি।"
রাহুলের কথায়, "রাতে দেবাদৃতার বাড়িতে ডিনার করব পরিবারের সবাই মিলে। ঘরোয়া আয়োজনের মধ্যেও কিছু স্পেশ্যাল প্ল্যান থাকেই জন্মদিনে।" প্রেমিকাকে কী উপহার দেবেন তিনি? "আমি নিজেই তো উপহার", মজার ছলে জানালেন রাহুল।
দেবাদৃতার প্রতি নিজের ভালবাসা আরও একবার ফুটিয়ে তুলতে প্রস্তুত রাহুল। প্রেমিকার জন্মদিনটা আরও বিশেষ করে তুলতে থাকবে আরও সারপ্রাইজ, এমনটাই জানালেন তিনি।
