নিজস্ব সংবাদদাতা: বাংলা টেলিভিশন জগতের পরিচিত মুখ হয়েও দাপটের সঙ্গে ওয়েব দুনিয়া এমনকী বড়পর্দায় কাজ করে চলেছেন বহু অভিনেতা। তাঁদের মধ্যে অন্যতম রোহন ভট্টাচার্য। ধারাবাহিকের কমেডি হিরো থেকে ওয়েবের রহস্য। সেই সঙ্গে বাদ যাননি পৌরাণিক চরিত্র থেকেও। সবেতেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি।
শুধু টলিউডেই নয়, বলিউডেও নিজের জায়গা ধীরে ধীরে পাকা করছেন রোহন। ফের হিন্দি ছবির কাজের প্রস্তুতি নিচ্ছেন তিনি। সূত্রের খবর, আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে শুটিং। অ্যাকশন ড্রামা ঘরানার এই ছবিতে থাকবে বলিউডের আধিক্য। শুধুমাত্র বাংলা থেকে রোহনকেই দেখা যাবে গল্পে। পরিচালনায় ইন্দিরা ধর মুখোপাধ্যায়।
এর আগে ইন্দিরার প্রথম ছবি 'পুতুল' পৌঁছেছিল 'কান চলচ্চিত্র উৎসব'-এ। দীর্ঘ কয়েক বছর পর কানের মঞ্চে দেখানো হয়েছিল ইন্ডিপেনডেন্ট বাংলা ছবি। সাতটা ভারতীয় ছবি কানের মঞ্চে বিভিন্ন বিভাগে জায়গা করে নিয়েছিল এই ছবি। তাদের মধ্যে অন্যতম ইন্দিরার 'পুতুল'। এবার তিনি সংযোজন ঘটাচ্ছেন বলিউড-টলিউডের।
সূত্রের খবর, ছবিতে থাকতে পারেন অভিনেতা নীরজ কবি ও অভিনেত্রী দিব্যা দত্ত-এর মতো তারকারাও। মুম্বই এবং পার্শ্ববর্তী কিছু জায়গায় হবে শুটিং।
