নিজস্ব সংবাদদাতা: প্রেম করছেন জনপ্রিয় অভিনেতা সাহেব ভট্টাচার্য! নিজেই জানিয়েছিলেন এই কথা। তবে মনের মানুষের নাম প্রকাশ্যে আনেননি কখনও। এতদিন সাহেব ও সুস্মিতার প্রেমের গুঞ্জন শোনা গেলেও অভিনেতার জন্মদিনে প্রথমবার দেখা গেল তাঁর প্রেমিকাকে।
বহুদিন পর আবার নতুন সম্পর্কে জড়ালেন সাহেব ভট্টাচার্য। সহ অভিনেত্রী সুস্মিতা দের সঙ্গে নয়। মডেল স্বাগতা দাসের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা। পরিবারের গেট টুগেদারেও দেখা গিয়েছে স্বাগতাকে, এমনকি সুস্মিতা ও স্বাগতার দারুণ মিষ্টি মুহূর্তের ছবিও প্রকাশ্যে এসেছে এদিন। সাহেব নিজে ছবি প্রকাশ্যে না আনলেও অভিনেতার জন্মদিনে স্বাগতা প্রথমবার তাঁদের দু'জনের ছবি প্রকাশ্যে এনে লেখেন, 'শুভ জন্মদিন আমার বাস্তবের আসল হিরো'।
এই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই তাঁদের প্রেমের খবর নিয়ে নানা মন্তব্য শুরু করেন নেটিজেনরা। এতদিন প্রত্যেকেই ভাবতেন সাহেব ও সুস্মিতা বাস্তবে প্রেম করছেন। কিন্তু সাহেব ও স্বাগতার ছবি প্রকাশ্যে আশায় 'কথা' অনুরাগীরা চটে লাল। সোশ্যাল মিডিয়ায় তাঁদের মন্তব্য, 'এতদিন মিথ্যে প্রেমের অভিনয় করে আমাদের ঠকানো হয়েছে, অফস্ক্রিনেও প্রেম করার অভিনয় করেছেন সাহেব সুস্মিতা '। কেউ কেউ লিখেছেন, 'টিআরপি বাড়ানোর জন্য আমাদের সঙ্গে প্রতারণা না করলেই হত'। আবার অনেকের কথায়, 'আমাদের ধারাবাহিক দেখে তাদের বাস্তব জীবন নিয়ে কথা বলার কোন অধিকার নেই'। অনেকেই রাগের বশে ধারাবাহিক বয়কটের ডাক দেন। এদিকে সাহেবের প্রেম নিয়ে অনুরাগীদের মধ্যে তোলপাড় হলেও মুখে কুলুপ এঁটেছেন তিনি।
