নিজস্ব সংবাদদাতা: 'যে রাঁধে সে চুলও বাঁধে', এই উদাহরণই উঠে আসে রান্নার রিয়্যালিটি শোতে। খুব সাধারণ রান্না 'রাঁধুনী'র হাতের ছোঁয়ায় হয়ে ওঠে অসাধারণ।
আকাশ আট-এর 'রাঁধুনী'র পথ চলা শুরু হয় ২০০৮ সালে। প্রতিদিন বাংলার সমস্ত ঘরোয়া রাঁধুনীদের আত্মবিশ্বাস যোগানোর পাশাপাশি বছরের বিশেষ দিনগুলিতে বিশেষ অতিথিদেরও সাদরে আমন্ত্রন জানায় 'রাঁধুনী'।
'রাঁধুনী'র এই দীর্ঘ পথ চলায় সঞ্চালিকার ভুমিকায় দেখা গিয়েছে মল্লিকা মজুমদার, সৌমিলি বিশ্বাস, আর জে মানালি, রূপসা চক্রবর্তী সহ বহু জনপ্রিয় তারকাদের। বর্তমানে এই দায়িত্ব সামলাচ্ছেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়।
প্রতিদিন নিত্যনতুন স্বাদের ভিড়ে কতটা জমে 'রাঁধুনী'র রান্নাঘর? বাসবদত্তার কথায়, "আমি খুব অল্পদিনের সদস্য। আমার কাছে 'রাধুনী' ঐতিহ্যের মতো। অনেক ছোট থেকে এই শো দেখছি। এখানে শুধু নিত্যনতুন স্বাদের রান্নাই হয় না। সেইসঙ্গে জুড়ে থাকে প্রতিটি রান্নার আলাদা আলাদা গল্প।"
কখনও বাদশাহী পদ, কখনও আবার বর্ষার ইলিশ উৎসব। কখনও ওপার বাংলার রান্না, আবারও কখনও হারিয়ে যাওয়া পুরনো দিনের স্বাদ ফিরে ফিরে আসে 'রাঁধুনী'র হেঁসেলে। ১৬ বছরের পথ চলায় আকাশ আটের 'রাঁধুনী' প্রতিদিন মনোরঞ্জন করেছে দর্শকের। প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিটে রকমারি রান্নার গল্প নিয়ে এগিয়ে চলছে 'রাঁধুনী'।
আকাশ আট-এর 'রাঁধুনী'র পথ চলা শুরু হয় ২০০৮ সালে। প্রতিদিন বাংলার সমস্ত ঘরোয়া রাঁধুনীদের আত্মবিশ্বাস যোগানোর পাশাপাশি বছরের বিশেষ দিনগুলিতে বিশেষ অতিথিদেরও সাদরে আমন্ত্রন জানায় 'রাঁধুনী'।
'রাঁধুনী'র এই দীর্ঘ পথ চলায় সঞ্চালিকার ভুমিকায় দেখা গিয়েছে মল্লিকা মজুমদার, সৌমিলি বিশ্বাস, আর জে মানালি, রূপসা চক্রবর্তী সহ বহু জনপ্রিয় তারকাদের। বর্তমানে এই দায়িত্ব সামলাচ্ছেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়।
প্রতিদিন নিত্যনতুন স্বাদের ভিড়ে কতটা জমে 'রাঁধুনী'র রান্নাঘর? বাসবদত্তার কথায়, "আমি খুব অল্পদিনের সদস্য। আমার কাছে 'রাধুনী' ঐতিহ্যের মতো। অনেক ছোট থেকে এই শো দেখছি। এখানে শুধু নিত্যনতুন স্বাদের রান্নাই হয় না। সেইসঙ্গে জুড়ে থাকে প্রতিটি রান্নার আলাদা আলাদা গল্প।"
কখনও বাদশাহী পদ, কখনও আবার বর্ষার ইলিশ উৎসব। কখনও ওপার বাংলার রান্না, আবারও কখনও হারিয়ে যাওয়া পুরনো দিনের স্বাদ ফিরে ফিরে আসে 'রাঁধুনী'র হেঁসেলে। ১৬ বছরের পথ চলায় আকাশ আটের 'রাঁধুনী' প্রতিদিন মনোরঞ্জন করেছে দর্শকের। প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিটে রকমারি রান্নার গল্প নিয়ে এগিয়ে চলছে 'রাঁধুনী'।
