বলিউডে শ্রীদেবীর নাম আজও এক অবিস্মরণীয় অধ্যায়। ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘চালবাজ’ তাঁর কেরিয়ারের অন্যতম সেরা ছবি হিসেবে গণ্য হয়। এবার সেই ছবির রিমেক ঘিরে জল্পনা তৈরি হয়েছে। জানা গিয়েছে, ছবির নতুন সংস্করণে প্রধান ভূমিকায় অভিনয় করতে পারেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর।

 

 

 

শ্রীদেবী মূল ছবিতে অভিনয় করেছিলেন দ্বৈত চরিত্রে—নম্র ও ভীতু অঞ্জু এবং প্রাণবন্ত ও চঞ্চল মঞ্জু। এই চরিত্রগুলির মেলবন্ধন এবং তাঁর অসাধারণ কমেডি-টাইমিং দর্শককে মুগ্ধ করেছিল। ছবিটি আজও কালজয়ী হিসেবে বিবেচিত। তাই রিমেকের কথা উঠতেই আলোচনার কেন্দ্রে চলে এসেছেন জাহ্নবী।

 

 

 

 

মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, জাহ্নবী এই প্রস্তাব পেয়ে গভীরভাবে ভেবে দেখছেন। তিনি আশঙ্কা করছেন, মায়ের নামকে কেবল প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হোক তা তিনি চান না। তাই সিদ্ধান্ত নিতে তিনি সময় নিচ্ছেন এবং কাছের মানুষদের মতামত নিচ্ছেন। আশা করা হচ্ছে, সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ তিনি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

 

 

 

 

এক সাক্ষাৎকারে জাহ্নবী স্বীকার করেছিলেন, ছোটবেলায় যখনই তিনি ‘চালবাজ’ দেখতেন, তাঁর মায়ের চরিত্রের উপর অন্যদের নির্যাতন তাঁকে মানসিকভাবে আঘাত করত। সেই অভিজ্ঞতা তাঁকে মানসিক যন্ত্রণা দিয়েছিল। তাই ছবিটি তাঁর কাছে বিশেষ আবেগের জায়গা দখল করে আছে।

 

 

 

 

এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে জাহ্নবীর রোম্যান্টিক কমেডি ‘পরম সুন্দরী’, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। দর্শক-সমালোচক উভয়ের কাছেই ছবিটি দারুণ সাড়া পেয়েছে। এরপর তাঁকে দেখা যাবে করণ জোহরের প্রযোজনায় ‘সানি সংস্কারি কী তুলসি কুমারী’ ছবিতে, যেখানে সহ-অভিনেতা হিসেবে থাকবেন বরুণ ধাওয়ান। এছাড়াও থাকবেন বর্ষীয়ান সানিয়া মালহোত্রা ও রোহিত সারাফ।

 

 

আরও পড়ুন: ফের একসঙ্গে শাহরুখ–রানি! আরিয়ানের ডেবিউ সিরিজের আগে নস্টালজিয়া উস্কে কোন বড় ঘোষণা সারলেন ‘বাদশা’?

 

তবে ‘চালবাজ’ রিমেক নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ মনে করছেন, জাহ্নবী যতই প্রতিভাবান হোন না কেন, শ্রীদেবীর অতুলনীয় পারফরম্যান্সকে ছাপিয়ে যাওয়া সম্ভব নয়। অনেক নেটিজেন এক্স হ্যান্ডেলে মন্তব্য করেছেন—'শ্রীদেবীর সঙ্গে মোটেই তুলনা চলে না', আবার কেউ লিখেছেন—'দয়া করে আমাদের শৈশবের স্মৃতি নষ্ট করো না।'

 

 

 

 

সব মিলিয়ে, যদি জাহ্নবী এই রিমেকের প্রস্তাব গ্রহণ করেন, তবে এটি হবে তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে এটি হবে মায়ের পদাঙ্ক অনুসরণ করে তাঁর কাছে এক আবেগঘন যাত্রা।

 

 

শুধু জাহ্নবী নন, শ্রীদেবীর ছোটমেয়ে খুশি কাপুরও মায়ের জুতোয় পা গলাতে চলেছেন। ইতিমধ্যেই নতুন ছবির কথাবার্তা পাকা হয়েছে খুশির। প্রযোজনায় বাবা বনি কাপুর। আইফা অ্যাওয়ার্ডের রেড কার্পেটে মেয়ের নতুন কাজের কথা ফাঁস করেছিলেন বনি কাপুর। তিনি জানান, শ্রীদেবী অভিনীত ছবি 'মম'-এর সিক্যুয়েল নিয়ে ভাবছেন তিনি। ছবির মুখ্য চরিত্রে খুশিকে ভাবছেন বনি কাপুর। 

 

 

 

 

তাঁর কথায়, "জাহ্নবী ও খুশি দুই মেয়েই বলিউডে নিজের নাম প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। ওদের মা অভিনয় জগতে কাজের যে ছাপ রেখে গিয়েছেন, তাঁর দেখানো দিশায় হেঁটে চলেছে দুই মেয়ে। একদিন ঠিক ওরাও শ্রীদেবীর মতোই নিজের জায়গা গড়ে নেবে দর্শকের মনে।" 

 

 

 

 

বনি কাপুর আরও বলেছিলেন, "শ্রীদেবীর বায়োপিক তৈরির গুঞ্জন উঠেছিল। কিন্তু এখনই এই বিষয়ে কিছু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে 'মম ২' নিয়ে ভাবনা-চিন্তা চলছে। আশা করি, খুশিকে একেবারে অন্যরূপে দেখবেন দর্শক।"