দুর্গাপুজোর আনন্দে পাঁচটা দিন মেতেছিলেন সবাই। বাঙালির মন খারাপের দশমীতে তারকাদের বিজয়া দেখে একটু উত্তেজিত দর্শক। দেবী বরণের সময় অনেক নায়িকাকে নতুন সাজে দেখেছেন নেটিজেনরা। সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী জেসমিন রায়।
দশমীতে দেবী দুর্গার বরণ সারলেন তিনি। সেই ছবি ভাগ করলেন সমাজমাধ্যমেও। কিন্তু জেসমিনের ছবি দেখে এবার মনে খটকা লেগেছে নেটিজেনদের। কারণ, অভিনেত্রীর হাতে শাঁখা-পলা দেখা গিয়েছে। জেসমিনের পোস্ট করা ছবিতে দেখা যায়, হাতে শাঁখা-পলা পরে প্রতিমা বরণ করছেন তিনি। অভিনেত্রীর এই ছবি দেখেই নেটপাড়ার প্রশ্ন, তবে কি বিয়ে সেরে ফেললেন অভিনেত্রী? চুপিসারে কার গলায় মালা দিলেন তিনি?
আজকাল ডট ইন-কে অভিনেত্রী বলেন, "ওগুলো শাঁখা-পলা নয়। ওরকম দেখতে লাল-সাদা চুড়ি। প্রতি বছর এই প্রশ্নটা করেন সবাই, তাই খুব একটা গুরুত্ব দিই না। সোশ্যাল মিডিয়ার কোনও মন্তব্য আমাকে ভাবায় না। আমার যেমন ইচ্ছে সাজব। এটা তো পুরোপুরি আমার ভাললাগার বিষয়।"
অর্থাৎ, জেসমিনের কথায় স্পষ্ট তিনি স্বাধীন চেতনায় বিশ্বাসী। তাই নিজের ভাললাগাকেই বেশি প্রাধান্য দিতে চান অভিনেত্রী। এ-ও জানালেন এর আগে একাধিকবার নেটিজেনদের এই ধরনের প্রশ্নের মুখে পড়েছেন তিনি। তবে এসব কোনও কিছুকে খুব একটা গুরুত্ব দেন না তিনি।
