সাত সকালে হুলস্থুল কাণ্ড শিয়ালদহ স্টেশনে। স্টেশনের বাইরের রাস্তায় প্রচন্ড চিৎকার আর গালিগালাজ করতে শুরু করেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। অভিনেত্রীকে এক ঝলক দেখলে চেনা দায়। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই ছবি,ভিডিও। তবে এ কী! নিজেকে অভিনেত্রী হিসেবে পরিচয়ও দিচ্ছেন না তিনি। বরং তাঁকে বলতে শোনা যাচ্ছে, তাঁর নাম স্বপ্না মণ্ডল।
হঠাৎ করে কেন নাম পাল্টে ফেললেন কাঞ্চনা? আর কেনই বা ক্ষেপে উঠলেন। ভিডিওতে বোঝা যাচ্ছে, কাঞ্চনার রাগের পারদ ক্রমশ চড়ছে। অকথ্য ভাষায় গালিগালাজও করতে দেখা যাচ্ছে তাঁকে। এক দম্পতির কাছ থেকে ক্রমাগত টাকা চাইছেন কাঞ্চনা। আর ওই দম্পতি হাত জোর করে রেহাই চাইছেন। দেখা যাচ্ছে কাঁদছেনও তাঁরা।
আরও পড়ুন: টালিগঞ্জের আরও এক সিঙ্গল স্ক্রিনের মৃত্যু, এবার সেই কবরে সোনার গয়নার বিপণি! দেখেশুনে কী বললেন ‘সিনেমাওয়ালা’?

অন্যদিকে, কাঞ্চনা ক্ষেপে লাল। কিছুতেই তাঁকে থামানো যাচ্ছে না। অভিনেত্রীকে শিয়ালদহ স্টেশনে এমন অবস্থায় দেখে চমকে গিয়েছেন অনেকেই। তাই ফোন বের করে কাঞ্চনার কাণ্ডের ভিডিও করতে দেখা যায় অনেককে। সেটা নজর এড়ায় না অভিনেত্রীর। ভিডিও করতে দেখে তেড়ে আসেন তাঁদের দিকেও। ফোন বন্ধ করে, সরে যেতে বলেন। কিন্তু হঠাৎ কেন এমন করছেন অভিনেত্রী?

আসলে এই সবটাই প্রচারের মাধ্যম। খুব তাড়াতাড়ি আসছে কাঞ্চনার একটি ছবি। সেই ছবিতে তাঁর চরিত্রের নাম স্বপ্না মণ্ডল। সেই ছবির প্রচারের জন্যই সাত সকালে এমন কাণ্ড করে বসলেন অভিনেত্রী। সেপ্টেম্বর মাসেই জানা যাবে অভিনেত্রীর আগামী ছবির বিষয়ে। সেই ছবিতে যে এক ভয়াবহ চরিত্রে দর্শক দেখবেন কাঞ্চনাকে, তা তো এই ছড়িয়ে পড়া ভিডিওতেই স্পষ্ট।
আরও পড়ুন: বিয়ের হতে না হতেই আর কাজ পাচ্ছেন না! টলিউড থেকে কেন ব্রাত্য অভিনেত্রী পায়েল দেব?
প্রসঙ্গত, বহু বছর ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করছেন কাঞ্চনা। কখনও তাঁর অভিনয়ের মাধ্যমে তিনি হাসিয়েছেন, কখনও আবার ভয় দেখিয়েছেন। সব ধরনের চরিত্রকেই পর্দায় ফুটিয়ে তুলতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ছোটপর্দা থেকে বড়পর্দায়, নাটকের মঞ্চে দারুণ কাজ করছেন কাঞ্চনা। বরাবরই তাঁর অভিনয় দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। তাই শিয়ালদহ স্টেশনে অভিনেত্রীর এই আচরণকে কেউ ধরতেই পারেননি যে এটাও অভিনয়। আরও একবার নিজের পারদর্শীতা প্রমাণ করলেন কাঞ্চনা মৈত্র।
