২৫ বছর পর ফিরল একতা কাপুরের জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘কিউঁকি সাস ভি কভি বহু থি’-র সিক্যুয়েল । টিভির পর্দায় তুলসী বিরানি আবার ফিরছেন—এই ঘোষণাতেই দর্শকের চোখে জল, জিয়া নস্ট্যাল । ছোটবেলার ফেলে আসা স্মৃতিকে যেন জড়িয়ে ধরার মতো অনুভব। স্মৃতি ইরানি, অমর উপাধ্যায়, হিতেন তেজওয়ানি ও গৌরী প্রধানকে আবার একসঙ্গে দেখে নস্টালজিয়ায় ভেসেছেন দর্শকেরা।

 

কিন্তু এই আবেগের ঢেউয়ের মাঝেই প্রশ্ন উঠে গিয়েছে—তাহলে কি এটা ‘অনুপমা’ বনাম ‘কিউঁকি’? আর তাই-ই যদি হয়, তাহলে কে এগিয়ে? বর্তমানে টেলিভিশনের রাজত্বে অনুপমা একাই একশো। তাই রূপালি গাঙ্গুলিকে নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়ে যায় তুলনা। একতা কাপুর ও হিতেন তেজওয়ানির পর এবার সেই বিতর্কে মুখ খুললেন অনুপমা ওরফে রূপালি গাঙ্গুলি।

 

আরও পড়ুন: ইশা কোপিকরকে প্রকাশ্যে ১৪ বার চড় মেরেছিলেন নাগার্জুন! কেন এরকম কাণ্ড করেছিলেন দক্ষিণী তারকা? ফাঁস হল এই প্রথম

রূপালির স্পষ্ট বার্তা— “ এই তুলনার কোনও মানে হয় না!” সম্প্রতি, দেওয়া এক সাক্ষাৎকারে রূপালি বলেন— “একতার উদারতা যে উনি এত সুন্দরভাবে বললেন। এটা একদম ঠিক কথা। ‘কিউঁকি সাস ভি কভি বহু থি’ হল নস্টালজিয়া। এটা আমাদের সবার জন্য গর্বের বিষয় যে ওই শো আবার আমাদের চ্যানেলে ফিরছে। আমি বুঝতে পারি না, ‘অনুপমা’র সঙ্গে ‘কিউঁকি’র তুলনা করাটাই বা কেন?”এই কথাতেই স্পষ্ট—রূপালি প্রতিযোগিতা নয়, বরং একটার সঙ্গে আরেকটার সহাবস্থানেই বিশ্বাসী। তিনি বোঝাতে চান, দুই শো-এর সময়, টোন ও দর্শকআবেগ একেবারে আলাদা।

 

এক ঝলক পুরোনো তুলসীর সঙ্গে নতুন প্রজন্মের বিরানি পরিবার! তবে এবার ‘কিউঁকি’ ফিরেছে সীমিত পর্বে, নতুন মোড়কে। পুরোনো তারকাদের সঙ্গে এসেছে নতুন মুখও।স্মৃতি ইরানি ও অমর উপাধ্যায়ের অনস্ক্রিন ছেলের ভূমিকায় রয়েছেন রোহিত সুচান্তি (অঙ্গদ বিরানি) ও অমান গান্ধী (হৃতিক বিরানি)। আর মিহির-তুলসীর মেয়ের চরিত্রে শাগুন শর্মা (পরি বিরানি)।

 

মঙ্গলবার রাতে এই ধারাবাহিকের প্রথম পর্ব সম্প্রচারিত হয়েছে। ‘নস্টালজিয়া’ আর ‘নতুনত্ব’—দুইয়ের মিশেল কেমন লাগল, তা নিয়েই এখন সরগরম সোশ্যাল মিডিয়া।


ষ্টার প্লাস চ্যানেলে প্রতিদিন রাত ১০:৩০ টা ছাড়াও এছাড়া অনলাইনেও এবার দেখতে পাবেন দর্শক তুলসী ও তাঁর পরিবারকে।  জিও সিনেমা এবং ডিজনি+ হটস্টার-এও দেখা যাবে এই ধারাবাহিক যে কোনও সময়ে।২৫ বছর আগে যে ধারাবাহিক টিভির ভাষা বদলে দিয়েছিল, সেটাই আবার ফিরছে এক নতুন মোড়ে। ধারাবাহিক শুরু হওয়ার আগেই এল বড় খবর। এই মেগা নাকি মাত্র ১৫-২০টি পর্বে সম্প্রচারিত হবে। প্রথমে নাকি ১৫০ পর্বের পরিকল্পনা করেছিলেন একতা কাপুর। তবে এবার জানা যাচ্ছে এমনটাই। ২০০৮ সালে এই ধারাবাহিক শেষ হওয়ার পর দর্শকের প্রত্যাশা রাখতে নাকি এমনটাই পরিকল্পনা করা হয়েছে। 

 

অন্যদিকে, এবার 'কিঁউকি সাস ভি কভি বহু থি'র হাত ধরে ছোটপর্দায় ফিরছেন বরখা। বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করলেও ছোটপর্দায় আর তেমনভাবে দেখা মেলে না অভিনেত্রীর। এই ধারাবাহিকের মাধ্যমে দর্শক আরও একবার নতুন রূপে ফিরছেন অভিনেত্রী।কিছুদিন আগেই বিতর্কে জড়িয়েছেন বরখা। প্রাক্তন স্বামী ইন্দ্রনীল সেনগুপ্তর সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন বরখা। যা তাঁকে আবারও লাইম লাইটে এনেছিল।১৫ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত ও অভিনেত্রী বরখা বিস্ত। চার বছর আগেই আলাদা হয়েছে তাঁদের পথ। এতদিন নিজেদের বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুলতে দেখা যায়নি দু'জনকে। কিন্তু সংবাদমাধ্যমে বিস্ফোরক মন্তব্য করে বসেছিলেন বরখা।