সংবাদসংস্থা মুম্বই: কেরিয়ারের শুরুতেই বিপুল জনপ্রিয়তা পাননি অভিনেত্রী বিদ্যা বালান। তাঁকে পেরোতে হয়েছে কঠিন থেকে কঠিনতম পরিস্থিতিও।
বিদ্যার ক্যারিয়ারের জনপ্রিয় সিনেমাগুলোর একটি 'কাহানি'। এ ছবির শুটিং করতে গিয়েই রাস্তায় পোশাক বদলাতে হয়েছে অভিনেত্রীকে। ছবির পরিচালক সুজয় ঘোষ মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে এক সময় এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন, "শুনলে অবাক হবেন, ছবিটি তৈরির সময় ভ্যানিটি ভাড়া নেওয়ার মতো সামর্থ্যও আমাদের ছিল না। না ছিল শুটিং থামিয়ে পোশাক বদলাতে যাওয়ার মতো বিলাসিতা। খুব অল্প বাজেটে আমরা কাজ করছিলাম। তাই যতবারই বিদ্যা বালনকে পোশাক বদলাতে হত, আমরা কালো কাপড় দিয়ে ওঁর গাড়িটি ঢেকে দিতাম। আর গাড়িতেই পোশাক বদলাত বিদ্যা।"
সুজয় আরও বলেন, "বিদ্যার কাছে যখন কাহানির প্রস্তাব যায়, সে সহজেই সেই সময় না বলে দিতে পারত। কিন্তু, আমি সেই প্রজন্মের অভিনেতাদের দেখেছি অমিতাভ বচ্চন, এমনকী শাহরুখ খান পর্যন্ত ভীষণ নিজের কথার রেখে চলেন। তাঁরা যদি কিছু করার প্রতিশ্রুতি দেন তবে তা করেনই। বিদ্যাও সেই খাতে গড়া। কাহানির হাত ছাড়েনি বলেই আজও সবার মনে ছবিটি দাগ কেটে আছে।"
২০১২ সালে মুক্তি পাওয়া 'কাহানি' গোটা দেশে সাড়া ফেলে দিয়েছিল। কলকাতার প্রেক্ষাপটে তৈরি এই ছবি শহরের প্রতি বিদ্যার টান আরও বাড়িয়ে দিয়েছিল। আগামীতে শাহরুখ খান ও সুহানা খানকে নিয়ে সুজয় ঘোষ তৈরি করছেষ অ্যাকশন থ্রিলার 'কিং'।
