নিজস্ব সংবাদদাতা: কালার্সের 'সুহাগন চুড়েল' ধারাবাহিকের মাধ্যমে বলিউডে প্রথম কাজ শুরু করেন টলিউডের অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। তবে তিন মাস সম্পূর্ণ হতেই শেষ হল এই ধারাবাহিক, এবার কি টলিউডে ফিরছেন দেবচন্দ্রিমা? 

২৭ মে থেকে শুরু হয় 'সুহাগন চুড়েল', এই ধারাবাহিকে 'দিয়া'র চরিত্রে দর্শকেরা দেখেছেন দেবচন্দ্রিমাকে। এর আগে অন্য একটি হিন্দি ধারাবাহিকে কাজ করার কথা হলেও অসুস্থ হয়ে পড়েন দেবচন্দ্রিমা। তবে তিন মাস সম্পূর্ণ হতে শেষ হল এই ধারাবাহিক। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করে এই মন খারাপের খবর দিয়েছেন অভিনেত্রী নিজেই।

দেবচন্দ্রিমা লিখেছেন, "আমি জানিনা কীভাবে আমার অনুভূতি বোঝাতে পারবো বা এখানে লিখতে পারব, আমি এত কিছু পেয়েছি যে সবকিছুই এখন কম মনে হচ্ছে। আমি সবকিছু মিস করব, মেকআপ রুম, আমাদের আড্ডা, ঝগড়া, প্রত্যেকটা মানুষকে, বলা ভাল আমার আর একটা পরিবারকে আমি খুব মিস করব এবং সঙ্গে নিয়ে যাচ্ছি প্রচুর দারুন কিছু অভিজ্ঞতা, দারুন কিছু মুহূর্ত যা আমার সঙ্গেই থেকে যাবে চিরকাল। সবার সঙ্গে নিশ্চয়ই আবার দেখা হবে।"


দেবচন্দ্রিমার এই নতুন জার্নি খুব বেশি দিনের না হলেও তা আসলে মনে রাখার মত ছিল, তা তাঁর পোস্ট দেখে বোঝাই যাচ্ছে। এই ক'দিনেই মুম্বই শহরে নিজের একটা পরিবার বানিয়ে ফেলেছেন তিনি। তবে টলিউডও তাঁর কাছে আর একটা পরিবার। এবার কি তাহলে টলিউডের ফিরতে চলেছেন দেবচন্দ্রিমা? নাকি মুম্বইতে পরবর্তী কাজ শুরু করবেন অভিনেত্রী? সেটাই এখন দেখার।